আফগানদের বিপক্ষে দুই ম্যাচ হেরে আগেই সিরিজ হাতছাড়া হয়েছে বাংলাদেশের। এবার হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে সিরিজের শেষ ওয়ানডেতে মাঠে নামবে মেহেদী মিরাজের দল। সম্মান রক্ষার এ লড়াইয়ে একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে টাইগাররা।
মঙ্গলবার (১৪ অক্টোবর) আবুধাবিতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায় শুরু হবে ম্যাচটি।
প্রথম দুই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় সিরিজ হেরেছে বাংলাদেশ। বিশেষ করে আফগান লেগ স্পিনার রশিদ খানের ঘূর্ণি সামলাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে বাংলাদেশি ব্যাটাররা। দুই ম্যাচেই বাংলাদেশের ৮টি উইকেট একাই নিয়েছেন রশিদ। এমন পরিস্থিতিতে আজকের ম্যাচে একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন।
শেষ ওয়ানডেতে ওপেনিংয়ে টানা ব্যর্থতার কারণে তানজিদ হাসান তামিমের পরিবর্তে মোহাম্মদ নাঈম শেখকে সুযোগ দেয়া হতে পারে। এছাড়া মিডল অর্ডারে জাকের আলীর জায়গায় দেখা যেতে পারে শামীম হোসেন পাটোয়ারীকে। পেস বোলিং বিভাগেও আসতে পারে পরিবর্তন; তানজিম হাসান সাকিবের জায়গায় অভিষেক হতে পারে তরুণ পেসার নাহিদ রানার।
দলের মূল দুশ্চিন্তা ব্যাটিং নিয়েই। আবুধাবির মন্থর উইকেটে বাউন্ডারি হাঁকানো কঠিন, সেখানে রশিদ খানের বিপক্ষে খেই হারিয়ে ফেলছেন ব্যাটাররা। দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ জানিয়েছেন, রশিদ খানের নামের ভয়ে না খেলে, তার বলের গুণাগুণ বিচার করে খেলার পরামর্শ দেয়া হয়েছে ব্যাটারদের।
সিরিজ হার নিশ্চিত হলেও এই ম্যাচটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আফগানিস্তানের কাছে ওয়ানডেতে আগে কখনও হোয়াইটওয়াশ না হওয়ার রেকর্ড অক্ষুণ্ণ রাখার পাশাপাশি মূল্যবান র্যাঙ্কিং পয়েন্ট অর্জনের লক্ষ্যেই আজ মাঠে নামবে বাংলাদেশ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, নাহিদ রানা, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান।