৩০
হবিগঞ্জের রশিদপুর গ্যাস ফিল্ডের পুরাতন–৩ নম্বর কূপে নতুন গ্যাসের সন্ধান পাওয়া গেছে। কূপটির সংস্কার কাজ চালানোর সময় এই গ্যাসের স্তর আবিষ্কৃত হয়।
রবিরাব (৭ সেপ্টেম্বর) রাত ১০ টায় রশিদপুর ৩ এর প্রকল্পের একটি সূত্র নিশ্চিত করেছে।
সূত্র জানায়, দৈনিক জাতীয় গ্রিডে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হবে।
কূপটির সংস্কার কাজে আনুমানিক ৭৩ কোটি টাকা খরচ হয়েছে। এছাড়াও কূপটি থেকে কনডেনসেট পাওয়ার সম্ভাবনাও রয়েছে।
আখলাছ আহমেদ প্রিয়/হবিগঞ্জ