রমজানে ১কোটি পরিবারকে বিনামূল্যে ১০কেজি করে চাল বিতরণ করবে সরকার। খাদ্যশস্যের দাম বাড়ায় অতিদরিদ্র মানুষদের সাহায্যে করতে মানবিক কর্মসূচি ভিজিএওফ-এর অধিনে চাল দেওয়া হবে।
ভিজিএফ কর্মসূচিতে বিনা মূল্যে চাল বিতরণ করার প্রক্রিয়া আগে থেকেই চালু আছে। তবে এই রমজানে পণ্যের চড়া দামের কারণে মানুষকে বিনা মূল্যে বিতরণ করা হচ্ছে।
সূত্রে জানা গেছে, দেশে আমনের ভালো ফলন হলেও চালের বাজারে ইতিবাচক প্রভাব পড়েনি। উল্টো বৃদ্ধি পেয়েছে সকল খাদ্যে শস্যের দাম।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন কারণে অসাধু ব্যবসায়ীরা অধিক লাভের আশায় ধান, চাল গুদামজাত করে রেখেছে। বর্তমানে মোটা চালের দাম ৫০ থেকে ৫৫ টাকা, মাঝারি মানের চাল ৬০ থেকে ৬২ টাকা, মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৮০ টাকা। ফলে সংসার চালাতে হিমসিম খাচ্ছে স্বল্প আয়ের মানুষ।
সম্প্রতি খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সচিবালয়ে সাংবাদিকদের বলেছেন, চালের দাম বাড়লেও স্বল্প আয়ের মানুষের সুবিধার্থে সরকার বিভিন্ন কর্মসূচির আওতায় খাদ্যশস্য দেবে। আগামী এপ্রিলের মধ্যে সরকারের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ৮ লাখ টন খাদ্যশস্য বিতরণ করা হবে।
অনু/দীপ্ত