শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫
শনিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৫

রমজানে নিত্যপণ্যের দিকে নজর দিতে হবে: প্রধানমন্ত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

আসন্ন রমজানে নিত্যপণ্যের দিকে নজর দিতে হবে, যেন কেউ পণ্য মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে। অবৈধ মজুতদারি ও খাদ্যে ভেজাল ঠেকাতে কঠোর আইন প্রয়োগ করতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (৩ মার্চ) সকালে সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত জেলা প্রশাসক সম্মেলনে২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘রমজান মাস সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্য যেন সাধারণ মানুষের কাছে যথাযথভাবে পৌঁছাতে পারে সেদিকে সবাইকে যথাযথভাবে নজর দিতে হবে।’

নির্বাচন নিয়ে শেখ হাসিনা বলেন, ‘এবারের নির্বাচন সবচেয়ে অবাধ ও সুষ্ঠু হয়েছে। নির্বাচনে তরুণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। যারা দেশে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল, তাদের কাছেই নির্বাচন পছন্দ হয়নি।’

একটা সরকারের ধারাবাহিকতা না থাকলে উন্নয়নটা টেকসই হয় না, এটা প্রমাণিত সত্য।’ মন্তব্য করে সরকারপ্রধান বলেন, দেশের উন্নয়নে কাজ করি বলেই মানুষ সুফল পাচ্ছে। দেশকে ডিজিটাল করেছি তবে স্মার্ট দেশের জন্য দরকার স্মার্ট জনগণ। সেই লক্ষ্যে কাজ করার পাশাপাশি জনগণের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার।

আরও পড়ুন: রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় থাকবে : প্রধানমন্ত্রী

গৃহীত প্রকল্প প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রকল্প হাতে নিলে হবে না। গৃহীত প্রকল্পের মাধ্যমে মানুষ কতটা উপকৃত হচ্ছে সেটা ডিসিরা প্রধানমন্ত্রী কাছে রিপোর্ট দিবেন।

কিশোর গ্যাংয়ের বিষয়ে নজর রাখার নির্দেশনা দিয়ে সরকারপ্রধান বলেন, ‘পরিবার বা স্কুলকলেজ থেকে শুরু করতে হবে, যেন ছেলেমেয়েরা এসবে জড়িত হতে না পারে।’

এবারের সম্মেলনে মোট অধিবেশন ৩০টি। কার্যঅধিবেশন ২৫টি। একই সঙ্গে ৫৬টি মন্ত্রণালয়, বিভাগ, কার্যালয় ও সংস্থা সম্পর্কে মন্ত্রিপরিষদ বিভাগে প্রায় ৩৫৬টি প্রস্তাবনা জমা পড়েছে।

সম্মেলনের আলোচ্য সূচিতে থাকছে ৩৫৬টি প্রস্তাব। আলোচনায় গুরুত্ব পাবে ভূমি ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম জোরদারকরণ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া আরও উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক, সিনিয়র সচিব ও অন্য সচিব, সরকারের অন্য জ্যেষ্ঠ কর্মকর্তা, বিভাগীয় কমিশনার ও ডিসিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন মন্ত্রিপরিষদের যুগ্ম সচিব আনারকলি মাহবুব ও জিয়াউল হক।

উল্লেখ্য, মাঠ প্রশাসনকে উজ্জীবিত করতে মন্ত্রিপরিষদ বিভাগ প্রতি বছর ডিসি সম্মেলনের আয়োজন করে। এ বছর ৩ থেকে ৬ মার্চ পর্যন্ত এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: বেইলি রোডে আগুনের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

 

এসএ/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More