পবিত্র রমজান মাসে একবারের বেশি ওমরাহ না করার আহ্বান জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। সৌদি গ্যাজেটের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ভিড় যাতে কম হয় এবং ওমরাযাত্রীদের সবাই যাতে ওমরাহ পালন করতে পারেন, সেজন্য প্রত্যেককে একবারের বেশি ওমরাহ পালন না করার আহ্বান জানানো হয়েছে। রমজানে সবাই যাতে স্বাচ্ছন্দ্যে ওমরাহ করতে পারেন সেজন্য এই পদক্ষেপ।
ওমরাহ পালনের জন্য নুসুক অ্যাপ থেকে একটি পারমিট ইস্যু করার ওপর জোর দিয়েছে দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।
হজের সময় ছাড়া বছরের যেকোনো সময়েই আগ্রহীরা মক্কায় ওমরাহ পালন করতে যেতে পারেন। তবে রমজান মাসে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক মুসলিম ওমরাহ পালন করতে সৌদি আরবে যান। এ সময় চাপ অনেক বেড়ে যায়।
এমবিআর/দীপ্ত সংবাদ