এক মাস সিয়াম সাধনার পর এলো খুশির ঈদ। আজ সোমবার (৩১ মার্চ) সারা দেশে উদযাপন হচ্ছে ঈদুল ফিতর। ঈদ অর্থ আনন্দ। আর ফিতর বলতে রোজার সমাপ্তি কিংবা স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার উদ্দেশ্য।
রবিবার (৩০ মার্চ) সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠকে জানানো হয়, দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে এবং সোমবার (৩১ মার্চ) থেকে ঈদুল ফিতর।
চাঁদ দেখার পরপরই রেডিও–টেলিভিশনে বেজে চলেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সেই গান, ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশীর ঈদ…।’
ঈদের দিন মুসলমানরা নতুন জামাকাপড় পরিধান করে পরিবার ও আত্মীয়স্বজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে। বড়রা ছোটদের উপহার ও সেলামির টাকা দেন, যা ঈদের আনন্দের প্রকাশ। এ উপলক্ষে ঘরোয়া রান্নায় বিশেষ খাবারের আয়োজন করা হয়, এবং অনেকেই একে অপরের বাড়িতে গিয়ে ঈদ শুভেচ্ছা জানান।
এবার ঈদকে আরও আনন্দমুখর করতে, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে মুঘল আমলের মতো আনন্দ মিছিল ও ঈদ মেলা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদ্যাপিত হয়। ইসলামী শরিয়াহ অনুযায়ী, দুজন নির্ভরযোগ্য ব্যক্তি অথবা একজন পুরুষ ও দুজন নারী চাঁদ দেখার বিষয়ে সাক্ষ্য দিলে তা গ্রহণযোগ্য হয়।
এসএ