প্রায় চার মাস পর বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে আগামী ৪ কিংবা ৫ মে দেশে ফিরতে পারেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
বৃহস্পতিবার (১ মে) বিকালে বিএনপি চেয়ারপারসন–এর একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘এয়ার অ্যাম্বুলেন্স পেলে ম্যাডাম (খালেদা জিয়া) ৪ মে (রবিবার) দেশে ফিরতে পারেন। তবে এখনও এয়ার অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি। আমরা চেষ্টা করে যাচ্ছি।’
আব্দুস সাত্তার আরও জানান, শেষ পর্যন্ত এয়ার অ্যাম্বুলেন্স পাওয়া না গেলে বাংলাদেশ সময় ৫ মে বেলা ১১টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বিএনপি চেয়ারপারসন দেশে ফিরতে পারেন।
বিএনপি চেয়ারপারসন–এর সঙ্গে দেশে ফিরবেন বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান এবং ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকো‘র স্ত্রী সৈয়দা সৈয়দা শামিলা রহমান এবং ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেনও দেশে ফিরবেন।
জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের চূড়ান্ত পরীক্ষাগুলো হচ্ছে এবং শুক্রবার (২ মে) মধ্যে এগুলো শেষ হয়ে যাবে। শারীরিক দিক থেকে তিনি অনেক ভালো আছেন।
উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য কাতার আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে ৭ জানুয়ারি লন্ডনের উদ্দেশে দেশ ছাড়েন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
এসএ