রবিবার শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ২৮তম আসর। এবারের আয়োজনে থাকবে দেশ–বিদেশের মোট ৩৩০টি স্টল, প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন। আজ শনিবার (২০ জানুয়ারি) চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
দীর্ঘদিন ধরে চলে আসা রীতির বিপরীতে এবার মেলা শুরুর সময় পরিবর্তনের মূল কারণ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।
রাজধানীর পূর্বাচলে অবস্থিত বঙ্গবন্ধু বাংলাদেশ–চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে পণ্য প্রদর্শনীর সবচেয়ে বড় এ আয়োজন শুরু হবে ২১ জানুয়ারি (রবিবার)। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এর উদ্বোধন করবেন।
আরও পড়ুন: আমেরিকার সরকার বললেই বাণিজ্য বন্ধ হবে না: পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য মতে, এবারের মেলায় বিদেশি স্টল ১৫–১৮টি। বরাবরের মতো ভারত, পাকিস্তান, ইরান, তুরস্কসহ বিভিন্ন দেশ থেকে আগত ব্যবসায়ীরা মেলায় অংশ নিচ্ছেন। এছাড়া থাকবে স্থানীয় উদ্যোক্তাদের স্টল।
সড়কের কাজ প্রায় শেষ হওয়ায় এ বছর গত দুই বছরের তুলনায় লোকসমাগম বেশি হওয়ার প্রত্যাশা মেলা কর্তৃপক্ষের।
১৯৯৫ সাল থেকে শুরু হওয়া এ বাণিজ্যমেলা জনদুর্ভোগ এড়াতে ২০২২ সালে পূর্বাচলে স্থানান্তর করে সরকার।
আরও পড়ুন: দেশের ব্যবসা–বাণিজ্যে ৪ বাধা
এসএ/দীপ্ত নিউজ