দিল্লীর নিমুদ্দিন মারকাজ বা মাওলানা স্বাদ কান্দলভী অনুসারীদের ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন আজ।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবছরের বিশ্ব ইজতেমা।
মোনাজাতে অংশগ্রহণকারী ও ইজতেমা শেষে বাড়ি ফেরা মুসুল্লিদের যাতায়াত সুবিধার জন্য ৮টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেলওয়ে বিভাগ। আখেরি মোনাজাত উপলক্ষে নিরাপত্তা নজরদারি বাড়িয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
ইজতেমার দ্বিতীয় দিনে ৮৫টি খিত্তায় অবস্থান নিয়ে তাবলীগ বিষয়ে মুরুব্বিদের দিকনির্দেশনা শুনছেন দেশ–বিদেশের লাখো মুসুল্লি। ইজতেমার মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণ কামনা করেন দেশি–বিদেশি মুসুল্লিরা।
আগামীকাল আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে দুপুর ১২ টা থেকে সাড়ে ১২টার মধ্যে। নিজামুদ্দিন মারকাজের শীর্ষ মুরুব্বি সাদ কান্ধলভির বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ আখেরি মোনাজাত পরিচালনা করবেন। ইজতেমার মুরুব্বিরা চান বিভাজন ও ভেদাভেদ ভুলে সকল মুসলিমের ঐক্যের বন্ধন সুদৃঢ় করতে।
আখেরি মোনাজাতে মুসল্লিদের যাতায়াতের সুবিধায় ৮টি বিশেষ ট্রেন ও বাড়তি বাসের ব্যবস্থা রাখা হয়েছে। বনলতা, কক্সবাজার এক্সপ্রেস, সুবর্ণলতা, পর্যটক এক্সপ্রেস ও সোনার বাংলা এই পাঁচটি বিশেষ ট্রেন ব্যতীত টঙ্গি স্টেশনে সকল ট্রেনের যাত্রাবিরতি রাখা হয়েছে।
আখেরি মোনাজাত উপলক্ষে বাড়তি নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়েছে এবং ময়দানের আশেপাশে মহাসড়ক সচল থাকবে বলে জানিয়েছে পুলিশ।
আখেরি মোনাজাত শেষে তাবলীগের দাওয়াতি কাজে বের হবেন দেশ–বিদেশের ধর্মপ্রাণ মুসুল্লিরা। বিশ্বের ৪৯টি দেশ থেকে ১৪৪৯জন বিদেশী মেহমান এ পর্বের বিশ্ব ইজতেমায় ।
আল