দেশে স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমে উল্লেখযোগ্য অবদান রাখায় বিশেষ সম্মাননা পেল কোয়ান্টাম ফাউন্ডেশন।
রবিবার (২ নভেম্বর) সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ‘সুপার স্পেশালাইজড হাসপাতাল লেকচার হলে‘ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজনে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস ২০২৫ উদ্বোধনী অনুষ্ঠানে কোয়ান্টাম ফাউন্ডেশন‘কে এ সম্মাননা দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। প্রধান অতিথি থেকে সম্মাননা স্নারক গ্রহণ করেন কোয়ান্টাম কো–অর্ডিনেটর রাবিয়া নাজরীন।
অনুষ্ঠানে সন্ধানী, বাঁধন, রেড ক্রিসেন্ট, বাংলাদেশ পুলিশ হসপিটাল, রোটারি ক্লাব, সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতিকেও সম্মাননা জানানো হয়। এসময় কোয়ান্টামের নিয়মিত রক্তদাতা মুস্তফা আশরাফ সিদ্দিকী (৬৬ বার) ও সৈয়দা রাবেয়া বসরী (৪৭ বার) সর্বোচ্চ রক্তদাতা হিসেবে সম্মাননা গ্রহণ করেন।
‘রক্তদানে হয় না ক্ষতি, চোখ ছুঁয়ে যাক চোখের জ্যোতি‘ প্রতিপাদ্য নিয়ে এ অনুষ্ঠানের সহযোগিতায় ছিল সন্ধানী কেন্দ্রীয় পরিষদ ও সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি।
স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয় সচিব মো. সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোহাম্মদ শাহিনুল আলম, স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি সভাপতি অধ্যাপক ডা. মো. ফজলুল হক কাশেম, মহাসচিব ডা. মোহাম্মদ মনির হোসেন, স্বাস্থ্য মন্ত্রণালয় কর্মকর্তাবৃন্দ, চিকিৎসক, সন্ধানীর কর্মকর্তা, কর্মীগণ ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এর আগে, সকালে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উপলক্ষে জাতীয় শহীদ মিনার থেকে শাহবাগে সুপার স্পেশালাইজড হাসপাতাল চত্বর পর্যন্ত এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
এসএ