দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ মুখোমুখি হচ্ছে রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল। দল ছাপিয়ে যেখানে দর্শকদের আগ্রহের বড় জায়গা দেশের ক্রিকেটের বড় দুই পোস্টারবয় সাকিব আল হাসান এবং তামিম ইকবাল।
সাকিব–তামিম লড়াইটি এখন সব কিছু ছাপিয়ে টক অব দ্য বিপিএল হয়ে গেছে। একটি বিশেষ কারণে বুধবারের ম্যাচটি পেয়েছে অন্যমাত্রা। এদিন বিপিএলের কোয়ালিফায়ার–২‘র ম্যাচটি পরিণত হয়েছে সাকিব ও তামিম লড়াইয়ে।
এক সময়ের খুব ভাল বন্ধু এখন মাঠের বাইরে রীতিমত ‘শত্রু।’ মাঠে খেলা শেষে রীতি মেনে হাত মেলালেও কথা বলেন না, মনের দিক থেকে অনেক দূরে সাকিব ও তামিম। একজন আরেকজনকে আউট করে এমন প্রতিক্রিয়া প্রদর্শন করেছেন, যা চোখে লেগেছে। বোঝাই যায়, শুধু প্রতিপক্ষ হিসেবেই নয়, একজন আরেকজনের কাছে রীতিমত প্রধান প্রতিদ্বন্দ্বীও বনে গেছেন।
তবে দুই দলের কোচদের কাছে সাকিব–তামিম দ্বৈরথ নিয়ে কোনোই মাথাব্যথা নেই। তারা এটাকে সেভাবে দেখতেও চান না।
সাকিব আর তামিম লড়াই নিয়ে প্রশ্ন করা হলে বরিশাল কোচ মিজানুর রহমান বাবুল এবং রংপুর কোচ সোহেল ইসলাম প্রায় একই সুরে কথা বলেছেন।
বাবুলের কথা, ‘আমরা আমাদের নিজেদের খেলাটাই উপভোগ করার চেষ্টা করি। তখন আমরা সাকিব বা তামিমের জিনিসটা মাথায় আনি না। যে দলে কাজ করি, সেই দলের কথাই ভাবি। আমি চাই তামিম সেরা ক্রিকেট খেলুক, আমার দল জিতুক। তখন এটাই উপভোগ করি। মাঠের পারফরম্যান্স উপভোগ করি। ’
রংপুরের কোচ সোহেল ইসলাম সরাসরি বলে দেন, সাকিব ও তামিমের ব্যক্তিগত ইস্যু নিয়ে তিনি মাথা ঘামান না। তার কাছে এটা তেমন কোন ইস্যুই না। তিনিও প্রতিপক্ষ বরিশাল কোচের ভাষায় বলেন, ‘ব্যক্তিগত ইস্যু নিয়ে আমার আসলে বলার কিছু নেই। আমি আমার দল নিয়ে চিন্তা করি।
আল / দীপ্ত সংবাদ