দুই দিন বিরতি দিয়ে আজ আবারও মাঠে গড়িয়েছে বিপিএলের ম্যাচ। সিলেট পর্বে দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সকে ২৮ রানে হারিয়েছে খুলনা টাইগার্স।
শুক্রবার (২৬ জানুয়ারি) টস জিতে খুলনা টাইগার্সকে ব্যাটিংয়ে আন্ত্রমণ জানায় রংপুর রাইডার্স।
টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ৬৪ রানে ৪ উইকেট হারায় খুলনা টাইগার্স। পঞ্চম উইকেটে দাশুন শানাকা ও মোহাম্মদ নাওয়াজের ৭৭ রানের জুটিতে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৬০ রানের পুঁজি পায় তারা। শানাকা ৪০ ও রিজওয়ান করেন ৫৫ রান।
জবাবে, ধীরগতির শুরু রংপুর রাইডার্সের। দলীয় ১১ রানের দুই বিদেশি ব্যাটারকে হারিয়ে বিপাকে পড়ে রংপুর। ৮ বলে দুই রান করে স্বদেশি ওয়াসিম জুনিয়রের বলে লেগ বিফোরে কাটা পড়েন বাবর আজম। আগের দুই ম্যাচের মতো এই ম্যাচেও রান তুলতে পারেননি ব্যান্ডন কিং।
তবে শামীম পাটোয়ারীকে সঙ্গে নিয়ে রান তোলার চেষ্টা করেন ওপেনার রনি তালুকদার। ২২ বলে ৩০ রান করেন শামীম পাটোয়ারি। চোখের চিকিৎসা শেষে মাঠে ফেরা সাকিব আল হাসান করেন দুই রান। ব্যাটিং বিপর্যয়ে পরা দলটি ১৩২ রানে থামে।
আর এতেই ২৮ রানের জয় পায় খুলনা সেই সঙ্গে চলতি বিপিএলে জয়ের হ্যাটট্রিকও করল তারা। ঢাকা পর্বে অপরাজিত থেকে সিলেট পর্বেও বেশ ছন্দে রয়েছে এনামুল হক বিজয়ের দল।
আরও পড়ুন: অনুর্ধ্ব–১৯ বিশ্বকাপ: বাংলাদেশের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র
এসএ/দীপ্ত নিউজ