দফায় দফায় কাঁচামালের দাম বৃদ্ধি ও ডিজিটাল মাধ্যমে প্রচারণা বাড়ায়, ক্ষতির মুখে পড়েছে মুদ্রণশিল্প। এছাড়া রাজনৈতিক দলগুলোর অবরোধ ও হরতালের কারণে, অর্থনৈতিক মন্দায় পড়েছে ছাপাখানাগুলো। এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকারের সহাযোগিতা চান ব্যবসায়ীরা।
বর্তমানে দেশে সাড়ে পাঁচ হাজারের মতো ছাপাখানা রয়েছে। এর মধ্যে বড় এক হাজার, মাঝারি দুই হাজার এবং ক্ষুদ্র কারখানা রয়েছে হাজার। সর্বোচ্চ তিন হাজার রয়েছে ঢাকাতেই।
এসব কারখানা রাজধানীর আরামবাগ, নয়াপল্টন, বিজয়নগর, কাঁটাবন, নীলক্ষেতসহ পুরান ঢাকায় ছড়িয়ে ছিটিয়ে গড়ে উঠেছে। প্রত্যক্ষভাবে দেড় লাখ এবং পরোক্ষভাবে তিন লাখ মানুষ যুক্ত এই ব্যবসায়। যার বার্ষিক বাজারের আকার দেড় হাজার কোটি টাকা।
মুদ্রণকাজের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা বলছেন, এক বছরের বেশি সময় ধরে দফায় দফায় কাগজের কাঁচামাল, কালিসহ অন্যান্য আনুষঙ্গিক পণ্যের দাম বেড়েছে। পাশপাশি ডিজিটাল মাধ্যমে প্রচার প্রচারণায় বাড়ায়, ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা।
ব্যবসায়ীরা বলছেন, নতুন কোরে টানা অবরোধ ও হরতালে থমকে গেছে মুদ্রণ শিল্প। ছাপাখানা টিকিয়ে রাখতে সরকারের বিশেষ সহযোগিতা চান মুদ্রণ ব্যবসায়ীরা।
আরও পড়ুন: বিশ্ব ঐতিহ্যের তালিকায় ঢাকার রিকশা ও রিকশাচিত্র
আল/ দীপ্ত সংবাদ