এশিয়া কাপের সুপার ফোরে ওঠার মিশনে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। আবুধাবিতে ম্যাচ শুরু রাত হবে সাড়ে আটটায়। এশিয়া কাপ জয়ের স্বপ্ন নিয়ে মরুর দেশে পাড়ি দিয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয়টিতে লিটন–জাকেরদের ছিলো ছন্দছাড়া পারফম্যান্স।
শ্রীলঙ্কার বিপক্ষে বাজেভাবে হেরে জটিল সমীকরনের মারপ্যাঁচে পড়েছে টাইগাররা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় পেলেও তাকিয়ে থাকতে হবে আফগান–শ্রীলঙ্কা ম্যাচের দিকে।
সবশেষ ম্যাচে ব্যাটিং ব্যর্থতার পাশাপাশি টাইগারদের বিপক্ষে আফগানিস্তানের বোলিং সক্ষমতাও হতে পারে দুশ্চিন্তার কারণ। আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের সাম্প্রতিক চিত্রটাও সুবিধাজনক না। ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে হারিয়েই সেমিফাইনালে খেলে আফগানরা।
বিগ ম্যাচের আগে বাংলাদেশের ড্রেসিংরুমে রয়েছে অস্বস্তি। টাইগার একাদশে শরিফুলের পরিবর্তে ফিরতে পারেন তাসকিন আহমেদ। ব্যাটিং লাইনআপেও আসতে পারে পরিবর্তন।
বিগত কয়েক বছরে ক্রিকেট বিশ্বে রশিদ খান ও মুজিব উর রহমানের মতো বোলার উপহার দিয়েছে আফগানিস্তান। সঙ্গে যুক্ত হয়েছে আল্লাহ গাজানফারের মতো স্পিনার। তাই ২২ গজে তাদের পারফম্যান্স বেশ সমীহ জাগানিয়া।