বাংলাদেশে ৫ মে মুক্তি পাওয়ার কথা ছিল বলিউড বাদশাহ শাহরুখ খানের সুপারহিট সিনেমা ‘পাঠান’। তবে এদিন সিনেমাটি মুক্তি পায়নি।
নির্মাতা, প্রযোজক ও শিল্পীদের আবেদনের প্রেক্ষিতে ছবিটি মুক্তির তারিখ একসপ্তাহ পেছানো হযেছে। ফলে ৫ মের পরিবর্তে দেশের সিনেমা হলে ‘পাঠান’ মুক্তি পাবে ১২ মে।
বেশ কিছুদিন ধরেই দেশে হিন্দি সিনেমা আমদানিতে আলোচনা–সমালোচনা হয়ে আসছিল। পরে কিছু শর্তসাপেক্ষে দেশে হিন্দি সিনেমা আমদানির অনুমতি দেয় তথ্য মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৪ মে ) বাংলাদেশের সেন্সর বোর্ড কোনো ধরনের আপত্তি ছাড়াই সিনেমাটিকে প্রয়োজনীয় ছাড়পত্র দিয়েছে। তবে ঈদে মুক্তি পাওয়া ৮ ছবি যেন ক্ষতির মুখে না পড়ে সেজন্যই ‘পাঠান’ এর মুক্তি পেছানোর অনুরোধ করা হয়েছে।
পরিবেশক অনন্য মামুন জানান, ইদে বাংলাদেশে বেশকিছু ছবি মুক্তি পেয়েছে। সেই ছবিগুলোর কথা ভেবেই ‘পাঠান’–এর মুক্তি এক সপ্তাহ পিছিয়েছে।
আগামী শুক্রবার (১২ মে ) বাংলাদেশে মুক্তি পাবে ‘পাঠান’।
অনু/দীপ্ত সংবাদ