উগ্রবাদিতার অভিযোগ থাকায় ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস (ইসকন) পৃথিবীর বিভিন্ন দেশে নিষিদ্ধ করা হয়েছে।
বাংলাদেশে ইসকন নিষিদ্ধ করার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে একটি আইনি নোটিশ পাঠিয়েছেন আইনজীবী আল মামুন রাসেল।
নোটিশে উল্লেখ করা হয়েছে– মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চীন, সৌদি আরব, সাবেক সোভিয়েত ইউনিয়নে (বর্তমান রাশিয়া) ইসকন নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া সিঙ্গাপুরেও এটির কোনো কার্যক্রম চালাতে দেওয়া হয় না।
এছাড়া, তাজিকিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান এবং তুর্কেমেনিস্তানে ইসকনের কার্যক্রমের ওপর কঠোর নজরদারি রাখা হয় বলেও আইনি নোটিশে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, ইসকন (ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস) বা আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের যাত্রা শুরু হয় ৫৮ বছর আগে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে ১৯৬৬ সালের ১৩ জুলাই এই সংগঠনের যাত্রা শুরু হয়।
এসএ