দ্বিপক্ষীয় বৈঠক শেষ বাংলাদেশ–পাকিস্তানের মধ্যে একটি চুক্তি, ৪টি সমঝোতা স্মারক (এমওইউ) ও একটি কর্মসূচি (প্রোগ্রাম) সই হয়েছে।
রবিবার (২৪ আগস্ট) দুপুরে রাজধানী হোটেল সোনারগাঁও এই চুক্তি, সমঝোতা স্মারক ও কর্মসূচি সই হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
এর আগে, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পাকিস্তানের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
# চুক্তি সই
দুই দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপ চুক্তি সই হয়েছে।
# এমওইউ সই
সই হওয়া এমওইউগুলো হলো: দুই দেশের বাণিজ্যবিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন। দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা। দুই দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থার (বাসস ও এপিপিসি) মধ্যে সহযোগিতা। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) সঙ্গে পাকিস্তান ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজ ইসলামাবাদের (আইএসএসআই) সহযোগিতা।
# কর্মসূচি সই
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সংস্কৃতিবিনিময় কর্মসূচি (সিইপি) সই।
উল্লেখ্য, দুই দিনের সফরে শনিবার (২৩ আগস্ট) ঢাকা আসেন ইসহাক দার। গতকাল বেলা ২টায় পাকিস্তান বিমানবাহিনী একটি বিশেষ ফ্লাইটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তাঁকে স্বাগত জানান পররাষ্ট্রসচিব আসাদ আলম।
এসএ