বিজ্ঞাপন
রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫
রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫

যেভাবে ‘ব্লাড মুন’-র ছবি তুলবেন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন স্থান থেকে রবিবার (৭ সেপ্টেম্বর) দেখা যাবে ‘ব্লাড মুন’। চন্দ্রগ্রহণটি আজ রাত থেকে শুরু হয়ে পরদিন, অর্থাৎ ৮ সেপ্টেম্বর ভোর পর্যন্ত চলবে। মোট ৭ ঘণ্টা ২৭ মিনিট স্থায়ী হবে চন্দ্রগ্রহণ।

বাংলাদেশ সময় অনুযায়ী, চাঁদের পেনুম্ব্রাল গ্রহণ শুরু হবে ৭ সেপ্টেম্বর রাত ৯টা ২৮ মিনিট ২৫ সেকেন্ড থেকে। এরপর আংশিক চন্দ্রগ্রহণ শুরু রাত ১০টা ২৭ মিনিটি ০৯ সেকেন্ডে। পূর্ণ চন্দ্রগ্রহণ শুরু হবে রাত ১১টা ৩০ মিনিট ৪৮ সেকেন্ড থেকে। সর্বোচ্চ গ্রহণ চলবে রাত ১২টা ১১ মিনিটি ৪৭ সেকেন্ড পর্যন্ত।

পূর্ণ চন্দ্রগ্রহণ শেষ হবে রাত ১২টা ৫২ মিনিট ৫১ সেকেন্ডে। আংশিক গ্রহণ শেষ রাত ১টা ৫৬ মিনিটি ৩১ সেকেন্ডে। পেনুম্ব্রাল চন্দ্রগ্রহণ শেষ হবে রাত ২টা ৫৫ মিনিট ৮ সেকেন্ডে।

চাইলেই আপনি এই দৃশ্য উপভোগ করতে পারবেন। সেই সঙ্গে বিরল এই মুহূর্ত ফ্রেমবন্দি করতে পারবেন। তবে এজন্য আপনাকে অবশ্য কয়েকটি টিপস মানতে হবে।

যেভাবে তুলবেন ‘ব্লাড মুন’ ছবি

* চন্দ্রগ্রহণের ছবি তোলার জন্য ক্যামেরায় লম্বা ফোকাল লেন্থ দরকার হবে। অর্থাৎ যে ক্যামেরায় যত বেশি জুম থাকবে সেই ক্যামেরা দিয়ে তত ভালো চন্দ্রগ্রহণের ছবি তুলতে পারবেন। ডিএসএলআর ও মিররলেস ক্যামেরায় লেন্স বদলেও চন্দ্রগ্রহণের ছবি তুলতে পারবেন।

* চাইলে স্মার্টফোন দিয়েও চন্দ্রগ্রহণের ছবি তুলতে পারবেন। যদিও ফোনে ক্যামেরায় খুব বেশি জুম না থাকার কারণে চন্দ্রগ্রহণের ছবি তোলা কঠিন হবে। ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ব্যবহার করেও চন্দ্রগ্রহণের ছবি তোলা সম্ভব।

* আজকের পূর্ণ চন্দ্রগ্রহণ থাকবে প্রায় ৯০ মিনিট। তাই আগে ক্যামেরা সেটআপ করে নিন। চন্দ্রগ্রহণের ছবি তুলতে প্রয়োজন একটি ৪০০ এমএম লেন্স। তবে এই লেন্স না থাকলে ২০০২৫০ এমএম লেন্সেও কাজ চালাতে পারবেন। সেক্ষেত্রে ছবিতে কিছুটা ক্রপ করতে হতে পারে। পয়েন্ট অ্যান্ড শুট ক্যামেরায় চন্দ্রগ্রহণের ছবি তুলতে চাইলে সম্পূর্ণ জুম এনেবেল করে নিন।

* চন্দ্রগ্রহণের ছবি তোলার সময় ক্যামেরা ম্যানুয়াল মোডে রাখুন। আইএসও ৪০০ সেট করে অ্যাপারচার f/8 অথবা f/11 রাখুন। এছাড়াও শাটার স্পিড রাখুন বাল্ব মোডে। এছাড়াও অটোফোকাস মোড অফ করে চাঁদে ম্যানুয়াল ফোকাস করুন।

* ক্যামেরায় নয়েস রিডাকশন মোড থাকলে তা এনাবল করে নিন। চন্দ্রগ্রহণের ছবি তোলার জন্য প্রয়োজন লম্বা এক্সপোজার। তবে যেহেতু প্রতি মুহূর্তে চাঁদ সরতে থাকছে তাই বেশি লম্বা এক্সপোজার নিজে ছবি ঝাপসা হয়ে যেতে পারে।

* চন্দ্রগ্রহণের ছবি তুলতে যাওয়ার সময় অবশ্যই ট্রাইপড সঙ্গে নিন। ট্রাইপড ছাড়া ম্যানুয়াল ফোকাসে লম্বা এক্সপোজার তোলা সম্ভব নয়। ট্রাইপডে ছবি তোলার আগে সঠিকভাবে ক্যামেরা সেট করে নিন। এছাড়াও বাল্ব মোডে লম্বা এক্সপোজার নেয়ার জন্য রিমোট শাটার ব্যবহার করুন।

* মূলত চন্দ্রোদয়ের সময়ই গ্রহণ শুরু হয়। তাই এমন জায়গা থেকে ছবি তুলুন যেখান থেকে পূর্বদিকে বিস্তৃত দিগন্ত দেখা যাবে। এমন একটি জায়গা বেছে নিন যেখানে আকাশ পরিষ্কার থাকবে।

* গ্রহণটি দক্ষিণপশ্চিম থেকে পশ্চিম আকাশে চলে যাবে এবং গ্রহণ শেষ হওয়ার সময় চাঁদ দিগন্তের দিকে কিছুটা নেমে আসবে। তাই উঁচু ভবন, পাহাড়ের মতো উঁচু স্থান এড়িয়ে চলুন।

সূত্র: স্কাই অ্যাট নাইট ম্যাগাজিন

 

এসএ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More