বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টিকিট পাওয়া নিয়ে ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। অবশেষে টিকিটের মূল্য ও সংগ্রহ প্রক্রিয়া প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে বিসিবির এ ঘোষণার পর থেকেই মিরপুর শের–ই–বাংলা স্টেডিয়ামের আশপাশে ভক্তদের ভিড় দেখা গেছে।
বিসিবি জানায়, সরাসরি টিকিট বিক্রি শুরু হবে রবিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। এছাড়া উদ্বোধনী দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরাসরি টিকিট কেনা যাবে। অনলাইনে টিকিট কেনার জন্য বিসিবির অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করার সুযোগও রয়েছে।
টিকিটের মূল্য তালিকা
বিপিএলের বিভিন্ন ক্যাটাগরির টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে এভাবে:
• গ্র্যান্ড স্ট্যান্ড (লোয়ার এবং আপার): ২০০০ টাকা
• ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ (মিডিয়া ব্লক): ১০০০ টাকা
• ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথ (কর্পোরেট ব্লক): ৮০০ টাকা
• ক্লাব হাউস নর্থ ও সাউথ (শহীদ মোশতাক ও শহীদ জুয়েল স্ট্যান্ড): ৫০০ টাকা
• সাউদার্ন এবং নর্দান গ্যালারি: ৩০০ টাকা
• ইস্টার্ন গ্যালারি: ২০০ টাকা
• জিরো ওয়েস্ট জোন (ক্লাব হাউস সাউথ): ৬০০ টাকায় ৩০০টি আসন।
টিকিট বিক্রয়ের স্থান
অনলাইনের পাশাপাশি নির্ধারিত ব্যাংক শাখাগুলো থেকেও সরাসরি টিকিট কেনা যাবে। টিকিট সংগ্রহ করা যাবে মধুমতি ব্যাংকের এই শাখাগুলো থেকে:
১. মিরপুর শাখা (মিরপুর ১১)
২. মতিঝিল শাখা (ঢাকা চেম্বার ভবন)
৩. উত্তরা শাখা (জসিম উদ্দিন রোড)
৪. গুলশান শাখা (গুলশান ১ ও ২–এর মাঝামাঝি)
৫. ধানমন্ডি শাখা (পুরাতন রোড ২৭)
৬. কামরাঙ্গীর চর শাখা
৭. ভিআইপি রোড শাখা (পল্টন স্কাউট ভবন)
এম/আল