গত বছরের ৩০ ডিসেম্বর পর্দা উঠেছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। সাত দলের জমজমাট লড়াই শেষে আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) পর্দা নামছে ১১তম আসরের।
ফাইনালের মহারণে মুখোমুখি হচ্ছে ফরচুন বরিশাল ও চিটাগাং কিংস। ম্যাচটি সরাসরি মাঠে বসে, টেলিভিশনে ও অনলাইনে উপভোগ করার সুযোগ রয়েছে।
বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। চলতি আসরের প্রথম কোয়ালিফায়ারে চিটাগাং কিংসকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে তারা। অন্যদিকে প্রথম কোয়ালিফায়ারে হারলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে জিতে বিপিএলের ফাইনালে উঠেছে মিথুনের দল।
এবারের আসরের দর্শক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রায় প্রতিটি ম্যাচেই গ্যালারি ছিল পরিপূর্ণ। ফাইনাল নিয়েও স্বাভাবিকভাবেই উন্মাদনা থাকবে দর্শকদের। মাঠের দর্শকদের বাইরেও রয়েছে বিপিএলের ফাইনাল উপভোগ করার সুযোগ।
টেলিভিশনে বিপিএলের ফাইনাল সরাসরি সম্প্রচারিত করবে ক্রীড়াভিত্তিক চ্যানেল টি স্পোর্টস। এছাড়া অনলাইনেও টি স্পোর্টস অ্যাপে উপভোগ করা যাবে ম্যাচটি। আসরজুড়েই দর্শকরা বাংলা ধারাবিবরণী শুনতে পেয়েছেন টি স্পোর্টস অ্যাপে যা ফাইনালেও থাকছে। এছাড়া, সরাসরি মাঠে বসে খেলা দেখতে ওয়েবসাইট ও মধুমতি ব্যাংকের নির্ধারিত শাখা থেকে টিকিট সংগ্রহের সুযোগ থাকছে।