বিশ্বব্যাপী বহুল ব্যবহৃত ও জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। গুগলের ব্রাউজারে যা সার্চ করা হয় তার সবকিছু সাধারণত সার্ভারে সংরক্ষিত রাখে। এক্ষেত্রে সার্চ হিস্ট্রি ও ক্যাশে হিস্ট্রি ডিলিটের পরামর্শ দিয়ে থাকেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। এ জন্য গুগলের পক্ষ থেকেও বিশদ নির্দেশিকা রয়েছে। কী কী তথ্য গুগল সংরক্ষণ করছে এবং কোন তথ্যগুলো আপনি শেয়ার করতে চান বা চান না তা ম্যানেজের সুবিধাও রয়েছে।
গুগলে তথ্য ম্যানেজ করবেন যেভাবে
গুগল থেকে ‘মাই অ্যাক্টিভিটি’ পেজে যান। https://myactivity.google.com/ ক্লিক করে সহজে যেতে পারবেন। এই পেজে অনেক ট্যাব পাবেন। সেসব ট্যাবে ক্লিক করেই জানতে পারবেন কী কী তথ্য সেখানে আছে। গুগলের সঙ্গে আপনি কোন তথ্যগুলো শেয়ার করতে চান সেগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবেন।
অ্যান্ড্রয়েড ফোন থেকে ডিলিট করবেন যেভাবে
১. আপনার ফোনের গুগল ক্রোমে প্রবেশ করুন।
২. এবার ওপরের ডানে থাকা থ্রি ডট মেন্যুতে ক্লিক করে হিস্ট্রি অপশনে যান।
৩. এবার ক্লিয়ার ব্রাউজিং ডেটাতে ক্লিক করে যে কোনো তারিখের বা সব হিস্ট্রি ডিলিট দিতে পারবেন।
ল্যাপটপ বা ডেস্কটপে ডিলিট করবেন যেভাবে
১. আপনার ল্যাপটপ বা ডেস্কটপ পিসিতে গুগল ক্রোম খুলুন।
২. এরপর ওপরের ডান কোনায় থাকা থ্রি ডট মেন্যুতে ক্লিক করুন।
৩. হিস্ট্রি অপশনে যান এবং মেন্যু থেকে হিস্ট্রিতে ক্লিক করুন। চাইলে কি–বোর্ড থেকে উইন্ডোজে Cltr + H অথবা ম্যাকে Cmd + Y একসঙ্গে প্রেস করতে পারেন।
৪. ক্লিয়ার ব্রাউজিং ডেটাতে ক্লিক করুন, যা মেন্যুর বাম দিকে দেখতে পাবেন। ব্রাউজিং হিস্ট্রি বক্সে টিক দিন এবং ব্রাউজিং ডেটাতে ক্লিক করুন।
তথ্যসূত্র: গুগল সাপোর্ট
এসএ/দীপ্ত সংবাদ