নতুন শিক্ষাক্রম বাদ দিয়ে নতুন শিক্ষাবর্ষে পুরোনো শিক্ষাক্রমে ফিরেছে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা। পাঠ্যবইয়ে অনেক বিষয়বস্তু সংযোজন–বিয়োজন হয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের মোট ৪৪১টি বই পরিমার্জন করা হয়েছে যার পিডিএফ কপি এনসিটিবি ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) শিক্ষার্থীদের সুবিধার জন্য পাঠ্যবই ডাউনলোডের ৫টি ধাপ নির্ধারণ করে একটি নির্দেশিকা প্রকাশ করেছে। এই ধাপগুলো অনুসরণ করে শিক্ষার্থীরা সহজেই বইয়ের পিডিএফ কপি ডাউনলোড করতে পারবে।
বই ডাউনলোডের ধাপসমূহ:
১. প্রথম ধাপে ওয়েব ব্রাউজারে nctb.gov.bd লিখে ক্লিক করতে বলা হয়েছে;
২. দ্বিতীয় ধাপে নোটিশ বোর্ডে ২০২৫ শিক্ষাবর্ষের সব পাঠপুস্তকের ভালিকার বিস্তারিত বাটন অথবা পাঠপুস্তক মেনুর ২০২৫ শিক্ষাবর্ষের সব পাঠ্যপুস্তকের তালিকায় ক্লিক করতে বলা হয়েছে;
৩. তৃতীয় ধাপে চাহিদা অনুযায়ী প্রাক–প্রাথমিক ও প্রাথমিক স্তর অথবা মাধ্যমিক স্তর ও উচ্চ মাধ্যমিক স্তর–এ ক্লিক করতে বলা হয়েছে;
৪. চতুর্থ ধাপে চাহিদা অনুযায়ী শ্রেণিতে ক্লিক করুন বলা হয়েছে;
৫. পঞ্চম ধাপে, যে পাঠ্যপুস্তক ডাউনলোড করা প্রয়োজন সেই পাঠ্যপুস্তকের নামের পাশে ভাউনলোড লেখাতে ক্লিক করতে বলা হয়েছে।
এসএ