রাজধানী ঢাকা শহরে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত যুবদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ তৈরি বিষয়ক ”বাংলাদেশে যুব কর্মসংস্থান উন্নয়নের মাধ্যমে তাদের কর্মদক্ষতা ও প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধি করে ২১শ শতকের চাকরির বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ করা (লিফট)” প্রকল্পের মাধ্যমে চাকরিদাতা প্রতিষ্ঠানসমূহের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
সোমবার (১৯ মে) রাজধানী ফোর–সিজন্স রেস্টুরেন্টে এডুকো বাংলাদেশ চাইল্ড ফান্ড কোরিয়া (CFK) এর অর্থায়নে এবং ইএসডিও–র সহযোগিতায় নাভানা সিএনজি, প্রাণ–আরএফএল গ্রুপ, বাঁধন গ্রুপ, সিকাল্ব রিসোর্ট ও কনভেনশন হল, ভাওয়াল রিসোর্ট এবং আজিজ এয়ার সার্ভিসের মধ্যে সফলভাবে সমঝোতা সম্পন্ন হয়েছে।
প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো সুবিধাবঞ্চিত ৩০০ জন যুবকের (১৬–২২ বছর বয়সী) কর্মদক্ষতা বৃদ্ধি করা এবং তাদের জন্য ২১ শতকের চাহিদা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফজাল কবির খান, ম্যানেজার, চাইল্ড লেবার এলিমিনেশন, এডুকো বাংলাদেশ। অনুষ্ঠানে চাকুরিদাতা প্রতিষ্ঠানসমূহের মধ্যে আরও উপস্থিত ছিলেন সুজুকি মটরস, টিভিএস মটরস, ফেয়ার গ্রুপ এবং লিফট প্রকল্পের সাথে চুক্তিবদ্ধ পাঁচটি টিভেট ইনস্টিটিউট প্রতিনিধি।
প্রকল্পটির কার্যক্রম ও গুরুত্ব সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন ফারুক হোসেন, প্রজেক্ট কো–অর্ডিনেটর, ইএসডিও। ইএসডিও টিভিইটি বিভাগের প্রধান শাহরিয়ার মাহমুদ টিভিইটি গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, এই উদ্যোগটি দেশের জন্য দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সহায়ক হবে। এছাড়া আরোও উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কর্মকর্তা, প্রশিক্ষণার্থী ও তাদের অভিভাবক, মিডিয়া প্রতিনিধিবৃন্দ, এডুকো এবং ইএসডিও–এর কর্মকর্তাবৃন্দ ।
আফজাল কবির খান বলেন, “লিফট একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ, যার মাধ্যমে নির্বাচিত অংশগ্রহণকারীদের ৬ মাস কারিগরি এবং সফট স্কিল প্রশিক্ষণ প্রদান করে কাজের সাথে সম্পৃক্ত করা হয়। এরই অংশ হিসেবে আমরা চাকুরিদাতা প্রতিষ্ঠানসমূহের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করলাম। এই সহযোগিতা তাদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
তিনি আরও বলেন, “এই যৌথ উদ্যোগটি শুধুমাত্র তাদের জীবিকা উন্নত করবে না, বরং দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নেও অবদান রাখছে।”
অনুষ্ঠানে চাকরিদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বলেন– ২১ শতকের চাকরির বাজার অনুযায়ী যুবরা বিভিন্ন ট্রেডে প্রশিক্ষিত হয়েছে যার ফলে বিভিন্ন ইন্ডাসিট্রতে দক্ষ জনশক্তি পাওয়ার পথ সুগম করেছে। এরুপ উদ্যোগ ভবিষ্যতেও চলমান রাখার ক্ষেত্রে বক্তারা এডুকো’র প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।
এডুকো সম্পর্কে:
এডুকো একটি স্পেন ভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন ও মানবিক সংস্থা, যা বাংলাদেশে ১৯৯৯ সাল থেকে শিশুদের শিক্ষা, সুরক্ষা ও সার্বিক উন্নয়নে সরকারের সহযোগী সংস্থা হিসেবে কাজ করছে। এডুকো বাংলাদেশের কৌশলগত উদ্দেশ্য হলো পিছিয়ে পড়া ও অবহেলিত জনগোষ্ঠী বিশেষ করে শিশুদের উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ সরকারের উন্নয়ন পরিকল্পনা ও এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা প্রদান করা।
এডুকো ৩০ বছর ধরে বাংলাদেশসহ বিশ্বের ১৮টি দেশে শিশুদের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এডুকো, গ্লোবাল চাইল্ডফান্ড অ্যালায়েন্সের সক্রিয় সদস্য এবং বাংলাদেশে একমাত্র প্রতিনিধি।
বর্তমানে এডুকো বাংলাদেশ শিশু, কিশোর ও তরুণদের অধিকার নিশ্চিত করতে ১৭টি জাতীয় এনজিওর সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে ১১টি জেলায় বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে।
এস এম আকাশ/এসএ