সাময়িক যুদ্ধবিরতি শেষে উত্তর গাজার পর এবার দক্ষিণ গাজাও গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েলি বাহিনী। সেখানকার লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে সেনারা।
শনিবার (২ ডিসেম্বর) যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে আন্তর্জাতিক চাপ ও হামাসের পক্ষ থেকে নতুন করে প্রস্তাব দেয়া সত্ত্বেও রাজি হয়নি ইসরায়েল। আলোচনায় অচলাবস্থার কথা জানিয়ে কাতারের দোহা থেকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রতিনিধিদলকে দেশে ফিরতে বলা হয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, হামাসের সঙ্গে যুদ্ধবিরতি শেষ হয়ে যাওয়ার পর গাজায় মোট ৪০০–র বেশি ‘সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে‘ আঘাত করেছে তারা। দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় ৫০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে৷
যুদ্ধবিরতির পর দুই দিনে ইসরায়েলের হামলায় আরও প্রায় ২০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে যুদ্ধে নিহত ফিলিস্তিনির সংখ্যা ১৫ হাজার ২০০ ছাড়িয়ে গেছে।
যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো সীমিত আকারে ত্রাণবাহী গাড়িবহর প্রবেশ করেছে গাজায়। রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, গতকাল রাফাহ ক্রসিং দিয়ে ৫০টি ট্রাক প্রবেশ করেছে।
এদিকে, গাজা উপত্যকায় হামলা চালাতে, ইসরায়েলকে ১০০টি শক্তিশালী বাংকারবিধ্বংসী বোমা দিয়েছে যুক্তরাষ্ট্র।
এসএ/দীপ্ত নিউজ