ফিলিস্তিনের গাজায় হামাস ও ইসরাইলের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি আজ থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও, হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।
এদিকে, শুক্রবারের আগে কোনো ইসরাইলি বন্দিকে মুক্তি দেবে না হামাস। এমন তথ্য জানিয়েছেন ইসরাইলের নিরাপত্তা সংক্রান্ত সংস্থার প্রধান জাকি হানেগবি। তার বক্তব্যের কোনো ব্যাখ্যা দেননি ইসরায়েলি কর্মকর্তারা।
জানা যায়, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় বিভিন্ন আবাসিক এলাকা লক্ষ্য করে বোমা ফেলেই চলেছে। এর মাধ্যমে হু হু করে বাড়ছে মৃত্যু। জাবালিয়া শরণার্থী শিবিরে হামলা চালিয়ে একই পরিবারের কয়েক ডজন লোককে হত্যা করেছে ইসরায়েল। গাজার শাসকগোষ্ঠী হামাসের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পরও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। আজ থেকে যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা থাকলেও সেটি হচ্ছে না।
ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, জাবালিয়া শরণার্থী শিবিরে একই পরিবারের কয়েক ডজন লোককে হত্যা করা হয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রত্যাশিত চুক্তি হওয়ার কয়েক ঘণ্টা পর বৃহস্পতিবারও ইসরায়েল অবরুদ্ধ গাজায় বোমাবর্ষণ অব্যাহত রেখেছে।
হামাসের বিরুদ্ধে “নিরঙ্কুশ বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এখন পর্যন্ত ইসরাইলি হামলায় গাজায় ১৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।
এসএ/দীপ্ত নিউজ