যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচন নিয়ে উদ্বেগ জানালেও, নতুন সরকারের সঙ্গে কাজ করা আমেরিকার দায়িত্ব বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দপ্তরটির নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
মিলার বলেন, বিশ্বজুড়েই আমাদের এ ধরনের সম্পর্ক রয়েছে। আমরা বাংলাদেশের নির্বাচন নিয়ে উদ্বেগ জানিয়েছি। বাংলাদেশে ধরপাকড়ের ঘটনায়ও উদ্বেগ প্রকাশ করেছি। কিন্তু তার তার মানে এই নয় যে, যেসব বিষয়ে আমাদের উদ্বেগ রয়েছে এবং অভিন্ন অগ্রাধিকারের সম্ভাব্য খাতগুলোতে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার দায়িত্ব নেই।
ব্রিফিংয়ে মিয়ানমারে সহিংসতার কারণে বাংলাদেশ আরও রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কার বিষয়টিও তুলে ধরা হয়। এ নিয়ে মিলারের কাছ জানতে চাওয়া হলে এ প্রশ্নের কোনো প্রাসঙ্গিক উত্তর দেননি মিলার।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি শান্তিপূর্ণভাবে বাংলাদেশে অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। উৎসবমুখর পরিবেশে ভোট দেন সাধারণ মানুষ। নির্বাচন পর্যবেক্ষণে আসে ১১ দেশের ১২৭ জন পর্যবেক্ষক। সরাসরি উপস্থিত থেকে বিভিন্ন দেশের পর্যবেক্ষকরা যখন নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে বলে জানান, তখন পর্যবেক্ষক না পাঠিয়েই ভিন্ন সুর ছিল যুক্তরাষ্ট্রের। ভোট নিয়ে নিজেদের অসন্তুষ্টির কথা জানায় তারা।
আরও পড়ুন: তীব্র শীত ও তুষারপাতে যুক্তরাষ্ট্রে ৮৯ জনের মৃত্যু
এসএ/দীপ্ত নিউজ