যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে আবারও উঠে এসেছে বাংলাদেশ প্রসঙ্গ।
স্থানীয় সময় সোমবার (২৪ মার্চ) স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত সংবাদ সম্মেলনে বাংলাদেশে চরমপন্হী হামলা এবং সাংবাদিকদের দমন–পীড়ন নিয়ে প্রশ্ন করা হয়।
তবে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এর সরাসরি কোনো উত্তর দেননি। এদিন ব্রিফিংয়ে ওই প্রশ্নকারী দাবি করেন, বাংলাদেশের সেনাপ্রধান নিজ দেশে আসন্ন ইসলামপন্হী চরমপন্থি হামলার বিষয়ে সতর্ক করেছেন। সন্ত্রাসবাদ দমনে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে আরেকটি আফগানিস্তানে পরিণত হওয়া থেকে রোধ করতে যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নিচ্ছে সে বিষয়ে জানতে চান প্রশ্নকারী?
এছাড়া ড. মুহাম্মদ ইউনূসের সরকারের অধীনে সাংবাদিকের বেআইনি কারাদণ্ডের বিষয়টি যুক্তরাষ্ট্র কিভাবে দেখছে এবং বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা সমুন্নত রাখার জন্য মার্কিন সরকার কীভাবে কাজ করছে সে বিষয়ে জানতে চাওয়া হয়? জবাবে ট্যামি ব্রুস বলেন, সৌভাগ্যবশত যুক্তরাষ্ট্রের এমন একটি প্রশাসন এবং একজন পররাষ্ট্রমন্ত্রী আছেন যিনি কূটনৈতিক সমাধানের প্রতি সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।