যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ ইন্টারন্যাশনাল ভিজিটর লিডারশিপ প্রোগ্রামে (আইভিএলপি) অংশগ্রহণের সুযোগ পেয়েছেন বাংলাদেশ বন বিভাগের জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা ফা–তু–জো খালেক মিলা (জোহরা মিলা)। শনিবার (২০ সেপ্টেম্বর) ভোরে তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়েন।
ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় ২০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া তিন সপ্তাহব্যাপী এ কর্মসূচিতে জোহরা মিলা বিভিন্ন অঙ্গরাজ্যে সফর করবেন। পাশাপাশি জনপ্রতিনিধিদের সঙ্গে উচ্চ পর্যায়ের সংলাপ, কর্মশালা ও মাঠ পরিদর্শনে অংশ নেওয়ার সুযোগ পাবেন। পুরো কর্মসূচির যাবতীয় ব্যয় বহন করবে মার্কিন সরকার।
ঢাকার মার্কিন দূতাবাস ও বন বিভাগের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জোহরা মিলা বলেন, “এমন একটি মর্যাদাপূর্ণ কর্মসূচিতে দেশের প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য গৌরবের। অর্জিত অভিজ্ঞতা ভবিষ্যতে আমার কাজকে আরও শক্তিশালী করবে।”
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে পড়াশোনা শেষে বন্যপ্রাণী সংরক্ষণে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন তিনি। পরে বন বিভাগে যোগ দিয়ে মাঠপর্যায়ে বন্যপ্রাণী গবেষণা ও সংরক্ষণে যুক্ত হন। এর আগে সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও ভারতে বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য বিষয়ক কর্মসূচিতে অংশ নেন।
প্রসঙ্গত, ১৯৪০ সালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের উদ্যোগে শুরু হওয়া আইভিএলপি তাদের ফ্ল্যাগশিপ কর্মসূচি হিসেবে পরিচিত। এ কর্মসূচিতে আবেদন করার সুযোগ নেই; বরং অংশগ্রহণকারীদের নেতৃত্বের গুণাবলী, কাজের প্রভাব এবং ভবিষ্যৎ সম্ভাবনার ভিত্তিতে সংশ্লিষ্ট দেশের মার্কিন দূতাবাস তাদের মনোনীত করে। এখন পর্যন্ত প্রায় আড়াই লাখ তরুণ নেতৃত্ব এই কর্মসূচিতে অংশ নিয়েছেন, যাদের অনেকেই পরবর্তীতে রাষ্ট্রপ্রধান, মন্ত্রী, নোবেল বিজয়ী ও খ্যাতিমান সামাজিক নেতায় পরিণত হয়েছেন।