বিজ্ঞাপন
শনিবার, আগস্ট ২, ২০২৫
শনিবার, আগস্ট ২, ২০২৫

যারা পেলেন ভারতের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ভারতীয় চলচ্চিত্র শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রাখা গুণী শিল্পীদের নাম ঘোষণা করেছে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সংবাদমাধ্যম জি নিউজপ্রতিবেদন থেকে জানা যায়, শুক্রবার (১ আগস্ট) ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নয়াদিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করে।

৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের এবারের আসরে ২০২৩ সালের ভারতীয় চলচ্চিত্রের সেরা সিনেমাগুলোকে পুরস্কৃত করা হয়েছে।

 

এক নজরে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিজয়ীদের তালিকা

 

অভিনয় ও পরিচালনা

সেরা অভিনেতা: শাহরুখ খান (জওয়ান), বিক্রান্ত ম্যাসি (টুয়েলভথ ফেল)

সেরা অভিনেত্রী: রানি মুখার্জি (মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে)

সেরা সহঅভিনেত্রী: উর্বশী (উল্লঝুক্কু), জানকী বদিওয়ালা (ভাশ),

সেরা সহঅভিনেতা: বিজয় রাঘবন (পুকালাম), মুথুপেত্তাই সোমু ভাস্কর (পার্কিং)

সেরা সিনেমা: টুয়েলভথ ফেল

সেরা পরিচালক: সুদীপ্ত সেন (দ্য কেরালা স্টোরি)

ফিচার ফিল্মস: সেরা হিন্দি সিনেমা কাঁঠাল

সেরা ভিএফএক্স ফিল্ম:হনুমান

সেরা শিশু ফিল্ম:নাল ২

সেরা শিশু শিল্পী: সুকৃতি বান্দি রেড্ডি (গান্ধী থাথা চেট্টু), কবির খান্ডারে (জিপসি), ত্রীশা তোশার, শ্রীনিবাস পোকালে, ভার্গব (নাল ২)

জাতীয়, সামাজিক মূল্যবোধ প্রচারকারী সেরা চলচ্চিত্র: স্যাম বাহাদুর

স্বাস্থ্যকর বিনোদন প্রদানকারী সেরা জনপ্রিয় চলচ্চিত্র: রকি অউর রানি কি প্রেম কাহানি

সেরা ডেবিউ ফিল্ম: আত্মপম্ফলেট

বিশেষ উল্লেখ: এমআর রাজাকৃষ্ণান (অ্যানিমেল রিরেকর্ডিং)

নেকাল – ক্রনিকল অফ দ্য প্যাডি ম্যান, দ্য সি অ্যান্ড দ্য সেভেন ভিলেজেস

 

সেরা আঞ্চলিক চলচ্চিত্র

সেরা গাড়ো ফিল্ম: রিমদোত্তিঙ্গা

সেরা তেলুগু ফিল্ম: ভগবন্থ কেসারি

সেরা তামিল ফিল্ম: পার্কিং

সেরা পাঞ্জাবি ফিল্ম: গদ্দে গদ্দে ছা

সেরা ওড়িয়া ফিল্ম: পুষ্কড়া

সেরা মারাঠি ফিল্ম: শ্যামচি আই

সেরা মালয়ালম ফিল্ম: উল্লঝুক্কু

সেরা কন্নড় ফিল্ম: কান্দেলু

সেরা হিন্দি ফিল্ম: কাঠাল

সেরা গুজরাটি ফিল্ম: ভাশ

সেরা বাংলা ফিল্ম: ডিপ ফ্রিজ

সেরা অসমীয়া ফিল্ম: রঙাটাপু ১৯৮২

 

প্রযুক্তিগত পুরস্কার

সেরা অ্যাকশন নির্দেশনা:নন্দুপৃথ্বী (হনুমান)

সেরা কোরিওগ্রাফি: বৈভবী মার্চেন্ট (ঢিন্ডোরা বাজে রে রকি অউর রানি কি প্রেম কাহানি)

সেরা লিরিক্স: কাসারলা শ্যাম (ঊরু পাল্লেটুরু বালাগাম)

সেরা সঙ্গীত নির্দেশনা: জি ভি প্রকাশ কুমার (ভাদি), হর্ষবর্ধন রামেশ্বর (অ্যানিমেল)

সেরা মেকআপ: শ্রীকান্ত দেশাই (স্যাম বাহাদুর)

সেরা কস্টিউম ডিজাইন:শচীন, দিব্যা, নিধি (স্যাম বাহাদুর)

সেরা প্রোডাকশন ডিজাইন: মোহানদাস

সেরা সম্পাদনা: মিথুন মুরালি (পুকালাম)

সেরা সাউন্ড ডিজাইন: শচীন সুধাকরণ, হরিহরণ (অ্যানিমেল)

সেরা চিত্রনাট্য:সাই রাজেশ (বেবি), রামকুমার বালাকৃষ্ণান (পার্কিং)

সেরা ডায়ালগ: দীপক কিংরানি (সির্ফ এক বান্দা কাফি হ্যায়)

সেরা সিনেমাটোগ্রাফি: প্রশান্তানু মহাপাত্র (দ্য কেরালা স্টোরি)

সেরা প্লেব্যাক সিঙ্গার:শিল্পা রাও (ছালিয়া জওয়ান), রোহিত (প্রেমিসথুন্না বেবি)

 

অন্যান্য পুরস্কার

সেরা স্ক্রিপ্ট: সানফ্লাওয়ারস ওয়্যার দ্য ফার্স্ট ওয়ান্স টু নো

সেরা ভয়েসওভার: হরি কৃষ্ণান এস (দ্য সেকরেড জ্যাক – এক্সপ্লোরিং দ্য ট্রি অফ উইশেস)

সেরা সঙ্গীত নির্দেশনা: প্রণিল দেশাই (দ্য ফার্স্ট ফিল্ম)

সেরা সম্পাদনা: নীলাদ্রি রায় (মুভিং ফোকাস)

সেরা সাউন্ড ডিজাইন: শুভ্রুন সেনগুপ্ত (ধূন্ধগিরি কে ফুল)

সেরা সিনেমাটোগ্রাফি: মীনাক্ষী সোমান, সারভানামরুথু (লিটল উইংস)

সেরা পরিচালনা: পিয়ুষ ঠাকুর (দ্য ফার্স্ট ফিল্ম)

সেরা শর্ট ফিল্ম: গিধ দ্য স্কাভেঞ্জার

সামাজিক ও পরিবেশগত মূল্যবোধ প্রচারকারী সেরা ননফিচার ফিল্ম: দ্য সাইলেন্ট এপিডেমিক

সেরা ডকুমেন্টারি ফিল্ম: গড ভালচার অ্যান্ড হিউম্যান

সেরা আর্ট/কালচার ফিল্ম: টাইমলেস তামিলনাড়ু

সেরা বায়োগ্রাফিক্যাল/হিস্টোরিক্যাল রিকনস্ট্রাকশন ফিল্ম: মো বউ মো গান, লেন্টিনা আও

সেরা ডেবিউ ফিল্ম: দ্য স্পিরিট ড্রিমস অফ চেরা

সেরা ননফিকশন ফিল্ম: ফ্লাওয়ারিং ম্যান

 

এসএ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More