দুয়ারে কড়া নাড়ছে আরেকটি ওয়ানডে বিশ্বকাপ। এরই মধ্যে আট দল নিজেদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করলেও বাকি শুধু শ্রীলঙ্কা ও বাংলাদেশ।
গণমাধ্যমের খবর অনুযায়ী আইসিসি ওয়ানডে বিশ্বকাপের জন্য বাংলাদেশের চূড়ান্ত দল ঘোষণা হতে পারে আগামীকাল। গুঞ্জন রয়েছে টাইগারদের ১৫ সদস্যের স্কোয়াডে ফিরতে পারেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। তবে কোন পজিশনে কে খেলবেন তা নিশ্চিত হওয়া যাবে আনুষ্ঠানিকভাবে দল ঘোষণার পরই।
বাংলাদেশ এখন পর্যন্ত তাদের খেলা ৫টি বিশ্বকাপে ৩৩টি ম্যাচে মাঠে নামে। এর মধ্যে ১১টি জয়ের বিপরীতে রয়েছে ২০টি পরাজয়। অর্জন বলতে সর্বোচ্চ কোয়ার্টার ফাইনাল খেলা।
বিশ্বকাপে টাইগারদের অর্জন বাড়ানোর দায়িত্ব থাকবে যাদের কাঁধে সেই নামগুলো এখন জানার অপেক্ষা। কোচ হাথুরুর বহু পরীক্ষা–নীরিক্ষার পর একেবারে শেষ মুহূর্তে এসে দল ঘোষণা করতে যাচ্ছে বিসিবি।
দল সম্পর্কে একটা ধারণা এরই মধ্যে পাওয়া গেছে এরইমধ্যে। চোট কাটিয়ে দলে ফিরে তামিম ইকবাল ইঙ্গিত দিয়েছেন ব্যাট হাতে আলো ছড়ানোর। ওপেনিংয়ে তার সঙ্গী নাজমুল শান্ত নাকি লিটন দাস সেই সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের।
দল ঘোষণার সময় সব আলো থাকবে মাহমুদউল্লাহ রিয়াদের ওপর। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৪৯ রানের ইনিংস খেলে বিশ্বকাপ দলে থাকার দাবি আরও জোড়ালো করেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।
দলে সাত নম্বর পজিশন ইস্যুটাও বেশ ঘোলাটে। শেখ মাহেদী ও মেহেদী মিরাজকে নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে নির্বাচকদের।
তাসকিন, মুস্তাফিজ, শরিফুল ও হাসান মাহমুদ– এই চার পেসারের দলে থাকাও প্রায় নিশ্চিত। তবে নতুন সেনশেসন তানজিম সাকিবের পারফম্যান্সে মুগ্ধ নির্বাচকরা।
বিশ্বকাপের আগে এশিয়া কাপে বেশ পরীক্ষানিরীক্ষা চালিয়েছে বিসিবি। এখন অপেক্ষা শুধু দল ঘোষণার।
মোহাম্মদ হাসিব/ আল / দীপ্ত সংবাদ