বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে মিরপুর–১০ ও কাজীপাড়া স্টেশনের টিকিট বিক্রি ও যাত্রীদের ভাড়া আদায়সংক্রান্ত ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্ধ হয়ে যায় মেট্রোরেল চলাচল। আপাতত ওই দুই স্টেশন বন্ধ রেখে আবারও যাত্রী পরিবহনের জন্য প্রস্তুত মেট্রোরেল। এখন অপেক্ষা সরকারের সিদ্ধান্তের। কর্তৃপক্ষের সম্মতি পেলে যে কোনো সময় ফের চালু হবে মেট্রোরেল চলাচল।
রবিবার (১১ আগস্ট) মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানায়, মেট্রোরেল চালুর বিষয়ে দু–তিনদিনের মধ্যে সিদ্ধান্ত পাওয়া যাবে। এ নিয়ে ডিএমটিসিএল গুরুত্ব দিয়ে কাজ করছে। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ক্ষতিগ্রস্ত মিরপুর–১০ ও কাজীপাড়া স্টেশন সহসাই চালু হচ্ছে না।
ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, মিরপুর ১০ নম্বর স্টেশনে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ, ছয়টি টিকিট কাটার মেশিন (ভেন্ডিং মেশিন), আটটি কাউন্টার ও ১৬টি স্বয়ংক্রিয় গেট ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে কাজীপাড়া স্টেশনে ক্ষতিগ্রস্ত হয়েছে চারটি ভেন্ডিং মেশিন, ছয়টি টিকিট কাটার কাউন্টার ও ছয়টি স্বয়ংক্রিয় গেট। দুই স্টেশনেই বেশকিছু সিসি ক্যামেরা ও জানালার কাচ ভেঙে ফেলা হয়েছে।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, যাত্রীদের প্রবেশ ও বের হওয়ার পথ, টিকিট ব্যবস্থাসহ বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় মিরপুর ১০ ও কাজীপাড়া স্টেশনে আপাতত যাত্রী পরিষেবা দেয়া সম্ভব নয়। তবে এ দুটি স্টেশন বন্ধ রেখেই ট্রেন পরিচালনা করা সম্ভব। এ লক্ষ্যে প্রস্তুতি চলছে।
আল/ দীপ্ত সংবাদ