প্রতিবছরের মতো এবারও ঈদ উদযাপন করতে রাজধানী ঢাকা ছাড়ছে হাজারো মানুষ। তবে সাধারণত ঈদযাত্রায় যে চরম ভোগান্তির অভিজ্ঞতা থাকে মানুষের মাঝে, এবার তার ব্যতিক্রম দেখা যাচ্ছে। বিশেষ করে রেলপথে যাত্রীরা স্বস্তিতে রাজধানী ছাড়ছে।
শনিবার (২৯ মার্চ) সকাল থেকে এখন পর্যন্ত কোনো ট্রেনের কমলাপুর স্টেশন থেকে বিলম্ব ছাড়েনি। দিনের বেলায় কমলাপুর স্টেশন থেকে ট্রেনের ছাদে কেউ উঠতে পারছেন না। তবে ট্রেনগুলোর প্রতিটি কোচে অতিরিক্ত যাত্রী হয়ে তারা গন্তব্যে রওনা হচ্ছেন।
সকালে কমলাপুর স্টেশন ঘুরে দেখা গেছে ট্রেন ছাড়ার অন্তত এক থেকে দেড় ঘণ্টা আগেই যাত্রীরা স্টেশনে চলে আসছেন।
যাত্রীদের অনেকে মনে করছেন এবারের ঈদ যাত্রা এতটাই নির্বিঘ্ন হচ্ছে, যেটা এর আগে বাংলাদেশে কখনো হয়নি। এ ছাড়া ট্রেনে যাত্রীসংখ্যা এর আগের চেয়েও অনেক কম। স্টেশন এলাকাতে ভিড় কম।
রংপুর এক্সপ্রেস ট্রেনের এক যাত্রী জানান, ট্রেন ছাড়বে সকাল ৯টা ১০ মিনিটে। আগের অভিজ্ঞতায় সিটে যেতে না পারার শঙ্কায় এক ঘণ্টা আগে স্টেশনে এসেছি। তবে এসে তেমন ভিড় পেলাম না। ট্রেনে ওঠার কিছু সময় পরে সিটগুলো ভর্তি হওয়ার পর কিছু লোক দাঁড়িয়ে যাচ্ছে। তবে সেটি অন্যান্যবারের তুলনায় খুবই কম।
প্ল্যাটফর্মে অপেক্ষা করা আরেক যাত্রী জানান, এ বছর ঈদ যাত্রা অনেক সুন্দর হচ্ছে। টিকিট কাটতে অনেকটা বেগ পেতে হলেও ট্রেনে কোনো বিলম্ব নেই।
ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ব্যবস্থাপক শাহাদাত হোসেন জানান, সকাল ৯টা পর্যন্ত ১০টি আন্তঃনগর ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। কোনো ট্রেনই স্টেশন ছাড়তে বিলম্ব করেনি। সকালের দুই তিনটি ট্রেনে যাত্রীর চাপ অনেক বেশি ছিল। এখন কিছুটা কমে এসেছে।
ইএ/দীপ্ত সংবাদ