শনিবার, নভেম্বর ১, ২০২৫
শনিবার, নভেম্বর ১, ২০২৫

যাত্রা শুরু করল খুলনা জেলা আধুনিক কারাগার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

১০০ কয়েদী স্থানান্তরের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল খুলনা জেলা আধুনিক কারাগার।

শনিবার (১নভেম্বর) সকাল সাড়ে ১০টায় প্রথম ধাপে খুলনার পুরাতন কারাগার থেকে একশ কয়েদীকে স্থানান্তর করা হয়।

পুরনো কারাগারের ধারণ ক্ষমতা ৬৭৮ জন। কিন্তু কারাগারে বর্তমান বন্দির সংখ্যা ১হাজার ৩৯৪ জন। যা ধারণক্ষমতার তুলনায় অনেক বেশি। নতুন কারাগারে বন্দী স্থানান্তরের মাধ্যমে পুরনো কারাগারের অতিরিক্ত চাপ অনেকটাই কমে যাবে। নতুন নির্মিত কারাগারে ছোটবড় ৬৪টি ভবন নির্মাণ করা হয়েছে। এখানে ধারন ক্ষমতা ২হাজার।

খুলনা জেলা কারাগারের জেল সুপার নাসির উদ্দিন প্রধান বলেন, আজ ১০০ কয়েদী স্থানান্তরের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল খুলনা জেলা আধুনিক কারাগার। নতুন কারাগারে নারীপুরুষ, কিশোর ও দন্ডপ্রাপ্ত কয়েদীদের জন্য আলাদা ব্যারাক, ১০০ শয্যার হাসপাতাল, স্কুল ও মোটিভেশন সেন্টার, হস্তশিল্প প্রশিক্ষণ শেড এবং বিনোদন সাংস্কৃতিক সুবিধা থাকছে। রয়েছে শেডওয়ালা আধূনিক ফাঁসির স্থান। তবে কার্যক্রম শুরু হলেও কিছু কাজ এখনও চলমান। খুলনার সিটি বাইপাস সড়কে প্রায় ৩০ একর জমির ওপর নতুন কারাগার নির্মাণ করা হয়েছে। ১শ ৪৪ কোটি টাকার প্রকল্পটির নির্মাণ দুই দফা বৃদ্ধি করে ব্যয় ২৮৮ কোটি টাকায় উন্নিত করা হয়।

ইয়াসীন আরাফাত

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More