eআত্রাই উপজেলার পতিসরে যাত্রার নামে নগ্ন নৃত্যের অভিযোগ উঠেছে। গত পহেলা জুন থেকে ‘আনন্দ অপেরা’যাত্রা মঞ্চে অনুষ্ঠানের নামে এ নগ্ন নৃত্য চলছে বলে জানা যায়। এর পরিপ্রেক্ষিতে ‘রাত যত গভীর হয় নগ্নতা ততই বাড়ে’ শিরোনামে গত বৃহস্পতিবার কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে টনক নড়ে জেলা প্রশাসনের। যাত্রাপালার আয়োজক কমিটির সমন্বয়ক মতিউর রহমান মামুনকে কারণ দর্শনার নোটিশ দিয়েছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার বিকেলের দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (সাধারণ শাখা) ইকবাল হোসাইন স্বাক্ষরিত এক নোটিশে সূত্রে এ তথ্য জানা যায়।
বিষয়টি নিয়ে কথা বলার জন্য যাত্রা মঞ্চের সমন্বয়কারী মতিউর রহমান মামুনের মুঠোফোনে একাধিকার ফোন করা হলে ফোন নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, জেলা প্রশাসন এর পক্ষ থেকে কারণ দর্শনার নোটিশের অনুলিপি ও নিদের্শনা পেয়েছি। যাত্রাপলার নামে যেন কোনো অশ্লীলতা ও নগ্নতা না হয় সেদিকে আমরা নজর রাখবো।
জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (সাধারণ শাখা) ইকবাল হোসাইন বলেন, যাত্রাপলার বিষয়টি কয়েকটি সংবাদ মাধ্যমে দেখার পর আমাদের নজরে আসে। যার কারণে তাৎক্ষণিক ভাবে যাত্রা মঞ্চের সমন্বয়কারীকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
আব্দুর রউফ রিপন/এমি/দীপ্ত নিউজ