রাজধানী যাত্রাবাড়ীতে রাস্তা পারাপারের সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় মোহাম্মদ ইকবাল হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত ১০টার দিকে কলাপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইকবাল হোসেন বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার পশ্চিম চোখরার আবুল হাশেমের ছেলে। তিনি সপরিবার যাত্রাবাড়ী এলাকায় বসবাস করতেন।
নিহতের বড় ভাই তরিকুল ইসলাম ফারুক জানান, ইকবাল যাত্রাবাড়ীতে একটি লন্ড্রি দোকানে কাজ করতেন। রাত ১০টার দিকে কাজ শেষে বাসায় ফিরছিলেন। যাত্রাবাড়ীর কলাপট্টি এলাকায় রাস্তা পারাপারের সময় দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ি তাকে ধাক্কা দেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানা উপ–পরিদর্শক (এসআই) মোহাম্মদ মিজানুর রহমান।
তিনি বলেন, ‘কলাপট্টি এলাকা থেকে ইকবাল হোসেনের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়লার গাড়িটি জব্দ করা হয়েছে এবং যাত্রাবাড়ী থানা পুলিশ হেফাজতে রয়েছে।’
এসএ