দ্বাদশ সংসদ নির্বাচনকে ঘিরে যশোর–৫ আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। সকাল থেকে রাত পর্যন্ত মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা।
বিশেষ করে প্রচার–প্রচারণায় মাঠে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য ও স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয় নেতা এসএম ইয়াকুব আলী। এছাড়া গনসংযোগ চালিয়ে যাচ্ছেন জাতীয় পার্টির প্রার্থী এমএ হালিম। তাদের ঘিরে কর্মী–সমর্থকরা উচ্ছ্বাসে মেতে উঠেছে।
বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে নির্বাচনী এলাকার ভোজগাতী ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করেন নৌকার প্রার্থী স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। এসময় তিনি সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে নৌকায় ভোট চান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার মনিরামপুরে অনেক উন্নয়ন কাজ করেছে। আবারও নির্বাচিত হয়ে অসমাপ্ত কাজগুলো তিনি করতে চান। সাধারণ মানুষের ভিতরে ব্যাপক সাড়া আছে। স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ প্রত্যাখান করেন তিনি।
এদিকে রাতে দূর্বাডাঙ্গা ও খানপুর ইউনিয়নে পথসভা করেন স্বতন্ত্র প্রার্থী এসএম ইয়াকুব আলী। এসময় তিনি তার ঈগল মার্কায় ভোট প্রার্থনা করেন। এসময় তিনি বলেন, নানা বাধা, হামলা ও অপপ্রচারের মধ্য দিয়ে প্রচারণা চালাচ্ছেন। তিনি আশাবাদী ভোটাররা ভোটকেন্দ্রে যাবেন এবং এলাকার উন্নয়নে নতুন মুখই বেছে নেবেন।
এদিকে নির্বাচন নিয়ে উচ্ছ্বাসের কথা জানিয়েছেন ভোটাররা। তাদের দাবি মনিরামপুরের উন্নয়নে তারা একজন সহজ শিক্ষিত মানুষকে নির্বাচিত করতে চান।
আরো পড়ুন: প্রচার–প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা
জুবায়ের/লিয়ন/দীপ্ত নিউজ