শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫
শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫

যশোরে সাড়ে পাঁচ কেজি স্বর্ণসহ আটক ৩

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

যশোরে পৃথক দুটি অভিযানে ৩৬টি স্বর্ণের বারসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বারগুলোর বাজার মূল্য প্রায় আট কোটি টাকা; ওজনে প্রায় সাড়ে পাঁচ কেজি।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার কোদালিয়া ও তারগঞ্জ বাজারে অভিযান চালায় বিজিবি। যশোর বিজিবির ৪৯ ব্যাটালিয়নের সদস্যরা এ অভিযানে অংশ নেয়।

আটকরা হলেন- মানিকগঞ্জের সিংগাইর উপজেলার আংগারিয়া গ্রামের আকরাম হোসেনের ছেলে আশরাফুল ইসলাম সাজিদ (২৩)। বাকি দুজন যশোরের বাসিন্দা। একজন যশোর শহরের লোন অফিস পাড়ার নূর মোহাম্মদের ছেলে জাহিদ হোসেন (২৬), আরেকজন ঝিকরগাছা উপজেলার ফতেপুর গ্রামের আনন্দ চন্দ্র দাসের ছেলে সুজন কুমার বাপ্পি (৩৪)।

বিজিবির ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, কোতোয়ালী থানাধীন কোদালিয়া বাজার ও তারাগঞ্জ বাজারে দুইটি পৃথক অভিযান পরিচালনা করা হয়। এতে ৩৬টি স্বর্ণের বারসহ তিনজনকে আটক করা হয়। এসময় পাঁচটি ফোনও জব্দ করা।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের ম্যানিব্যাগ ও কোমরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ঢাকা থেকে যশোর হয়ে ভারতে পাচার করার উদ্দেশে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল তারা। মানিকগঞ্জ ও যাত্রাবাড়ী এলাকার চোরাকারবারীদের কাছ হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে সীমান্তের দিকে যাচ্ছিল তারা। আটক বারগুলো আইনবিধি অনুযায়ী সরকারি কোষাগারে জমা হবে। আসামিদেরকে কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More