যশোরে ৬টি চোরাই মোটরসাইকেলসহ আন্তজেলা চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৮ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে জেলা ডিবি পুলিশ।
সোমবার (২৭ নভেম্বর) বিকাল থেকে রাত আটটা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।
গ্রেপ্তারকৃতরা হলেন, যশোর উপশহর এক নম্বর রোড এ ব্লকের মজিদ সরদারের ছেলে আল আমিন (৪২)। চুয়াডাঙ্গা জেলার দামড়হুদা ইব্রাহিমপুর স্কুল পাড়া এলাকার আজিজুল হকের ছেলে সাগর আহম্মেদ নিলু(২৮), চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার মৃত আলাউদ্দিন বাবুলের ছেলে শুভ (২৫), একই এলাকার কান্তপুর গ্রামের মইনুল হকের ছেলে সেলিম রেজা(৩২), কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মৃত জাকের মালিথা পাশা মালিথার ছেলে আয়ুব আলী(৫৮)।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার বলেন, ১ আগস্ট যশোর তেঘরী এলাকার জাহিদুল ইসলামের মোটরসাইকেলের চুরির ঘটনায় থানায় মামলা করলে তারই সূত্র ধরে যশোর এলআইসি টিমের কনষ্টেবল আব্দুল বাতেন তথ্য প্রযুক্তির মাধ্যমে চোর চক্রদেরকে সনাক্ত করলে এসআই আরিফ হোসেন ও রাজেশ দাশের একটি টিম সোমবার অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।
অফিসার ইনচার্জ আরও জানান, গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার দুপুরে আদালতের হস্তান্তর করা হয়েছে।
এসএ/দীপ্ত নিউজ