যশোরে একটি চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে অ্যাম্বুলেন্সটি সম্পর্ণ পুড়ে গেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
শনিবার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় যশোর–মাগুরা সড়কে বাহাদুরপুর সার কারখানার সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা মেডিকেল কলেজের একটি অ্যাম্বুলেন্স যশোরে মেরামতের জন্য আনা হয়েছিল। কাজ শেষে চালক ও দুই জন মিস্ত্রী আজ সকালে পরীক্ষার জন্য বের করে। সকাল সাড়ে ১১টায় যশোর–মাগুরা সড়কে বাহাদুরপুর সার কারখানার সামনে পৌঁছুলে হঠাৎ ইঞ্জিনে আগুন লেগে যায়। এসময় চালকসহ মিস্ত্রীরা বের হয়ে যান। এরপর আগুনে পুরো অ্যাম্বুলেন্সটি পুড়ে যায়। এসময় রাস্তার দুই পাশে যানবাহনের লম্বা লাইন পড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেকারের মাধ্যমে অ্যাম্বুলেন্সটি মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
জুবায়ের/ সুপ্তি/ দীপ্ত সংবাদ