যশোরের অভয়নগর উপজেলার ভৈরব নদে ৭৫০ টন কয়লা নিয়ে এমভিআর রাজ্জাক নামের একটি কার্গো জাহাজ ডুবে গেছে।
শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকালে নওয়াপাড়া নদী বন্দর এলাকায় সরদার মিল ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
ডুবে যাওয়া কার্গোতে থাকা কয়লার আমদানিকারক নওয়াপাড়ার মেসার্স শেখ ব্রাদার্স। ধারণা করা হচ্ছে কার্গো জাহাজটির তলা ফেটে ডুবে যায়।
নওয়াপাড়া নৌবন্দরের উপ–সহকারী পরিচালক মাসুদ পারভেজ জানান, ১১ ডিসেম্বর মোংলা বন্দর থেকে কার্গো জাহাজে করে ওই ৭৫০ টন কয়লা নওয়াপাড়া নৌবন্দরে আনা হয়। এরপর থেকেই জাহাজটি সরদার মিলের উত্তর পাশে নোঙর করে ছিল।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে শুক্রবার বিকেলের দিকে কোনো একসময় জাহাজটির তলা ফেটে যায়। ধীরে ধীরে সেটি ডুবতে থাকলে শ্রমিকরা বিষয়টি টের পান। কিন্তু জোয়ারের টানে সেটি আর উদ্ধার করা সম্ভব হয়নি।
এসএ/দীপ্ত নিউজ