যশোরের শার্শায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) উপজেলা মহিলা অধিদপ্তর পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাজিব হাসান।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– শার্শা উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ বালা, প্রাণিসম্পদ কর্মকর্তা তপু কুমার সাহা, কৃষি কর্মকর্তা দিপক কুমার, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানি গুলশান এবং পল্লী বিদ্যুৎ বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার দেবাশীষ ভট্টাচার্য। এছাড়া স্থানীয় কৃষক, সরকারি–বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা মেলায় অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং কৃষকদের সঙ্গে কথা বলে তাদের অভিজ্ঞতা ও চাহিদা সম্পর্কে অবহিত হন।
টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় আয়োজিত এ মেলায় আধুনিক কৃষি প্রযুক্তি, পারিবারিক পুষ্টি বাগান, ভার্মি কম্পোস্ট উৎপাদন, ধানের উন্নত জাত, কৃষি যন্ত্রপাতি এবং কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণসহ বিভিন্ন প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রায় ১৫টি স্টল এতে অংশ নিয়েছে। আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলবে।