নির্বাচন কেন্দ্রে যত গন্ডগোলেই হোক আনসার সদস্যরা কেন্দ্র ছাড়বে না’ বলে মন্তব্য করেছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুমিল্লা রেঞ্জের পরিচালক আশীষ কুমার ভট্টাচার্য।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফেনীতে দায়িত্ব পালনকারী আনসার সদস্যদের সাথে মতবিনিময় সভা ও মোটরসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, আপনারা এমনভাবে দায়িত্ব পালন করবেন যাতে বাহিনীর সুনাম অক্ষুন্ন রাখতে পারেন। নির্বাচন কেন্দ্রের দায়িত্বে মূল হাতিয়ার কিন্তু আনসার। ফেনীর তিনটি আসনের ৩৯৯টি কেন্দ্রে ১২ জন করে মোট ৪৭৮৮ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবে।
ফেনী জেলা আনসার মাঠে আয়োজিত অনুষ্ঠানে জেলা আনসার কমান্ড্যন্ট (ভারপ্রাপ্ত) ও পরিচালক জানে আলম সুফিয়ানের সভাপতিত্বে বক্তব্য রাখেন দাগনভূঞা উপজেলা আনসার কর্মকতা রুহুল আমিন।
মতবিনিময় সভায় সোনাগাজী উপজেলা আনসার কর্মকতা রাবেয়া সুলতানার সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ফেনী সদর উপজেলা আনসার কর্মকতা রেজাউল করিম, ছাগলনাইয়া উপজেলা কর্মকতা রিক্তা রানী, ফুলগাজীর কামরুন নাহার, পরশুরামের জোহরা আক্তার।
এসময় দ্বাদশ নির্বাচনে দায়িত্ব পালন করতে বিভিন্ন উপজেলার ৭ মহিলা আনসার কর্মকতাকে ৭টি স্কুটি ও ৬ জন প্লাটুন কমান্ডারকে ৬টি মোটরসাইকেলের চাবি তুলে দেন প্রধান অতিথি।
আরো পড়ুন: ভোটে বাধা ও বাধ্য করা মানবাধিকার লঙ্ঘন
মামুন/লিয়ন/দীপ্ত নিউজ