প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তিনি যতদিন দায়িত্বে আছেন, দেশের জন্য ক্ষতিকর কোনো কাজ তার দ্বারা হবে না।
রবিবার (২৫ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের কাছে প্রধান উপদেষ্টার বক্তব্য তুলে ধরেন।
নেতাদের উদ্দেশে দেওয়া ভাষণে ড. ইউনূস বলেন, “আমি যতদিন দায়িত্বে আছি, দেশের কোনো অনিষ্ট হয়—এমন কোনো কাজ আমাকে দিয়ে হবে না, এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন।”
তিনি বলেন, “আমরা এখন এক ধরনের সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর দেশে একটি অস্থিতিশীল অবস্থা সৃষ্টির চেষ্টা চলছে। আমাদের সেই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে হবে। বিভাজন নয়, ঐক্যমতের মাধ্যমে এগিয়ে যেতে হবে।”
তিনি আরও বলেন, “আত্মমর্যাদাপূর্ণ জাতি হিসেবে আমাদের যা অর্জন হয়েছে, সেটিকে সামনে এগিয়ে নিতে হবে। সবাইকে একসঙ্গে বসাতে পেরে আমি আশাবাদী বোধ করছি। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে না পারলে আমি নিজেকে দায়ী মনে করব। বর্তমান পরিস্থিতিতে আমাদের সামনে একটি বড় সুযোগ এসেছে—ধ্বংসপ্রাপ্ত একটি রাষ্ট্রকে পুনর্গঠনের সুযোগ।”
প্রধান উপদেষ্টা আরও বলেন, “আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর দেশের ভেতরে ও বাইরে এক ধরনের নতুন চাপ তৈরি হয়েছে। এটি আমাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে। আমরা চাই না, দেশ আবার পিছিয়ে পড়ুক কিংবা পরনির্ভরশীলতার দিকে ফিরে যাক।”