গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণের বাকি আর মাত্র ৪ দিন। নিয়ম অনুযায়ী ২৩ মে মধ্যরাতে শেষ হবে আনুষ্ঠানিক প্রচারণা। শেষ মুহুর্তের প্রচারণায় ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা। নগরবাসীকে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা।
এদিকে, শনিবার (২০মে) স্বতন্ত্র মেয়রপ্রার্থী ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন আবার নির্বাচনী প্রচারণায় বাঁধা ও হুমকির অভিযোগ তুলেছেন।
এসময় তিনি বলেন,‘যতই মারামারি করুক,আমি মাঠ ছাড়ব না। আজমত উল্লা পুরান লিডার, আমি তো নতুন। উনি একটা দল করেন; আর আমি এককভাবে নির্বাচন করি। আমার প্রতি এত অত্যাচার কেন? এ অত্যাচারের কি বিচার হবে না?’
তিনি আরও বলেন,’টঙ্গীতেগেলেই তারা হামলা করে। যে কয় দিন গেছি, হামলা হয়েছে। দুদিক দিয়ে হামলা করে, পিডাপিডি করে। গাড়ি তো দেখছেন কীভাবে ভাঙচুর করছে। সাংবাদিকদেরও গাড়ি ভাঙছে। আমাদের সঙ্গে যারা ছিল, তাদের ওপর হামলা করেছে, রক্তাক্ত করেছে। সব বস্তির পোলাপান আমাদের ওপর লাগাইছে। আমাদের লোক তো আজমত উল্লাকে হামলা করে না। আজ হামলার পর পুলিশ আমাকে বাসায় দিয়ে গেছে।’ সুষ্ঠু নির্বাচনের জন্য জায়েদা খাতুন সরকার ও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন।‘
রবিবার (২১ মে) সকালে শহরের প্রকৌশলে ভবনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এডভোকেট আজমত উল্লা খান নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। জলাবদ্ধতা নিরসন, যানজট মুক্ত শহর, বর্জ্য ব্যবস্থাপনাসহ দুর্নীতিমুক্ত, পরিকল্পিত ও পরিচ্ছন্ন নগর গঠনের পাশাপাশি নাগরিকের স্বাস্থ্য সেবা নিশ্চিত করাসহ ২৮ দফা ইশতেহার ঘোষণা করেন তিনি।
এদিকে, স্বতন্ত্র মেয়র প্রার্থী সরকার শাহনুর ইসলাম রনি সকাল থেকেই জয়দেপুর শহরের আদালত এলাকা, কাঁচাবাজার ও বাস স্টেশন এলাকায় প্রচারণা চালান। এসময় তিনি অভিযোগ করেন, এজেন্ট দেয়া নিয়ে শঙ্কিত রয়েছেন। নানাভাবে তার কর্মীদের এজেন্ট না থাকার জন্য হুমকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
৩২৯ দশমিক ৫৩ বর্গ কিলোমিটার আয়তনের দেশের সব চেয়ে বড় এই সিটি করপোরেশনে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৭৯ হাজার ৪শত ৭৬ জন। ভোটারগণ আগামী ২৫ মে ইভিএম এর মাধ্যমে নিশ্চিত করবেন কে হবেন নগর পিতা।
মো: জাহাঙ্গীর আলম/এমি/দীপ্ত নিউজ