ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের এলামনাই এসোসিয়েশন ‘ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড‘ এর উদ্যোগে ওয়ালটন ল্যাপটপের পৃষ্ঠপোষকতায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘ফুটসাল টুর্নামেন্ট ২০২৩‘।
শুক্রবার (৩ নভেম্বর) উত্তরা এসডিআই এর টার্ফ মাঠে দিনব্যাপী এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক জনাব গাজী আশরাফ হোসেন লিপু। এ সময় উপস্থিত ছিলেন ম্যানেজমেন্ট বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক আলী আহসান।
ক্লাবের কার্যনির্বাহী কমিটির সভাপতি খন্দকার আতাউর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ভাইস–চ্যান্সেলর ও ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সাবেক চেয়ারম্যান ড. আব্দুল মান্নান চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিআরসি কমিশনার মুশফিক মান্নান চৌধুরী।
সমাপনী বক্তব্যে ক্লাবের কার্যনির্বাহী কমিটির সাধারন সম্পাদক ও এসকেআরপি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল ইসলাম টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করার জন্য ওয়ালটন ল্যাপটপকে ধন্যবাদ জানিয়ে ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবের পক্ষ থেকে নিয়মিত এ ধরনের আয়োজন অব্যাহত থাকার কথা উল্লেখ করেন।
উৎসবমুখর পরিবেশে ফুটবলের এই সংক্ষিপ্ত সংস্করণ ফুটসালে মেতে ওঠে ফুটবল অনুরাগী ম্যানেজমেন্ট বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।
৬টি টিমের অংশগ্রহণে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় আসিফুর রহমান খানের দল ‘টিম ফ্যান্টম‘ ও রানার্স আপ হয় আবুল খায়ের চৌধুরী রাহাতের দল ‘টিম ট্রেইলব্লেজার‘।
এসএ/দীপ্ত নিউজ