ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড, ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সামাজিক সংগঠন ও এলামনাই এসোসিয়েশনের ২য় বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন হলো ৩ মার্চ, ২০২৩ তারিখে।
প্রতিষ্ঠার ২য় বর্ষপূর্তিতে ক্লাবের পক্ষ থেকে ঢাকা বাংলামটরস্থ রূপায়ণ ট্রেড সেন্টার এ ক্লাব হাউজে ও গ্রিন লাউঞ্জ বাফেট রেস্টুরেন্টে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক সংস্থার প্রায় ৫০০ জন প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক, সরকারের বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তা, ব্যাংকার, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ভাইস-চ্যান্সেলরসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও তাদের পরিবারবর্গ এই অনুষ্ঠানে একত্রিত হন।
সন্ধ্যায় ক্লাবের সদস্যগণের বিশ্ববিদ্যালয়ের স্মৃতিচারণ, উপহার বিতরণ, সাংস্কৃতিক পরিবেশনাসহ বিভিন্ন আকর্ষনীয় পরিবেশনায় এক নান্দনিক পরিবেশে বর্ষপূর্তি অনুষ্ঠানটি সম্পন্ন হয়।ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সাবেক শিক্ষার্থীদের এই ক্লাবটি গত দুইবছরে দেশে ও বিদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগ প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তীতে ২০২০ সালে ক্লাবটি প্রতিষ্ঠিত হয় প্রাক্তন শিক্ষার্থীদের এলামনাই এসোসিয়েশন হিসেবে।
বাংলামটরে অবস্থিত ক্লাব হাউজে রেস্টুরেন্ট, ইনডোর খেলাধুলার সুযোগ-সুবিধার পাশাপাশি অত্যাধুনিক কনফারেন্স রুম ও ইভেন্ট হল রয়েছে। পাশাপাশি সুবিশাল লাইব্রেরি, জিমনেসিয়াম, সুইমিং পুল ও আউটডোর স্পোর্টস সুবিধাসহ অন্যান্য অত্যাধুনিক সেবার নিয়ে খুব শীঘ্রই ঢাকার অদূরে ক্লাবের নিজস্ব স্থাপনার পরিকল্পনা রয়েছে।
ক্লাবের একজন মুখপাত্র জানান, “আমরা ক্লাবের সদস্য ও পরিবারবর্গের সাথে ২য় বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন করতে পেরে অত্যন্ত উচ্ছসিত। ক্লাবের প্রতি সদস্যদের অটল বিশ্বাস ও ক্লাবের উত্তরোত্তর সাফল্য উদযাপন হচ্ছে এই অনুষ্ঠানের মাধ্যমে। আমরা আত্মবিশ্বাসী অতিথিরা একটি দারুণ সন্ধ্যা উপভোগ করেছে”।
ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের ক্লাব সদস্যদের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে সামাজিক দায়িত্ব পালন করে দেশের অন্যতম সফল ও প্রতিষ্ঠিত ক্লাব হিসেবে আত্মপ্রকাশ করার ব্যাপারেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে ক্লাবের সকল সদস্য ও পরিচালনা পরিষদ।