ম্যানচেস্টার ডার্বি জয়ের খুব কাছে থাকলেও, শেষ মুহূর্তের গোলে ফের হারতে হলো ম্যানচেস্টার সিটিকে। নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে তাদের পরাজয় ২–১ গোল ব্যবধানে।
ইতিহাদ স্টেডিয়ামে ইয়োশকো ভার্দিওলের গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সিটি। ৮৮ মিনিটে সফল স্পট কিকে ব্রুনো ফার্নান্দেজ, সমতা ফেরানোর পর আমাদ দিয়ালোর গোলে দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে আমুরির শিষ্যরা। এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ১১ ম্যাচে এটি সিটিজেনদের অষ্টম হার। তাতে ১৬ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লিগে পঞ্চম স্থানে আছে গার্দিওয়ালার শিষ্যরা। সমান ম্যাচে ছয় জয় আর চার ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে উঠে এলো ইউনাইটেড।