আর মাত্র কয়েক ঘণ্টা পর শিলংয়ে এশিয়ান কাপ বাছাইপর্বে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। তবে ম্যাচ শুরুর আগেই দুঃসংবাদ পেল বাংলাদেশ দল। চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ পড়েছেন মিডফিল্ডার কাজেম শাহ।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এখনও ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করলেও দলীয় সূত্রে জানা গেছে, ইনজুরির কারণেই ছিটকে গেছেন কাজেম। মূলত কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা অন্য এক খেলোয়াড়কে স্কোয়াডের বাইরে রাখার পরিকল্পনা করেছিলেন। কিন্তু কাজেমের হ্যামস্ট্রিং চোট বেড়ে যাওয়ায় শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলাতে হয়।
জাতীয় দলে জায়গা পাওয়া কাজেমের গল্পটাও ব্যতিক্রমী। সাবেক ক্রিকেটার হালিম শাহের ছেলে কাজেমের জন্ম বাংলাদেশে হলেও বেড়ে উঠেছেন কানাডায়। সেখানেই পড়াশোনার পাশাপাশি ফুটবল ক্যারিয়ার গড়ে তুলেছেন। গত কয়েক মৌসুম ধরে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলে পারফরম্যান্সের ভিত্তিতে জাতীয় দলে জায়গা করে নেন তিনি।
এদিকে, ম্যাচের বাকি সময় গোনা শুরু হলেও এখনও ঘোষণা করা হয়নি বাংলাদেশ দলের একাদশ। ধারণা করা হচ্ছে, টিম হোটেল থেকে স্টেডিয়ামের উদ্দেশে রওনা হওয়ার ঘণ্টা দেড়–দুই আগে একাদশ চূড়ান্ত করবেন কোচ ক্যাবরেরা। স্থানীয় সময় বিকেল সাড়ে চারটার দিকে মাঠের উদ্দেশে যাত্রা করবে বাংলাদেশ দল।
এশিয়ান কাপের মূলপর্বে জায়গা করে নিতে হলে বাংলাদেশকে ভারতকে হারানোর পাশাপাশি শক্তিশালী পারফরম্যান্স দেখাতে হবে। শেষ মুহূর্তে কাজেমকে হারানোর ধাক্কা কতটা সামলাতে পারে লাল–সবুজের দল, সেটাই এখন দেখার বিষয়।