ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ঢাকায় পৌঁছেছে ইংল্যান্ড ক্রিকেট দল। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন ইংলিশরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে এ সময় তাদের স্বাগত জানানো হয়।
বাংলাদেশের সঙ্গে ম্যাচ খেলতে ইংল্যান্ড ক্রিকেট দল তিন ভাগে ২৪ জন সদস্য ঢাকায় পৌঁছেছেন আজ। সকাল সাড়ে ৭টায় প্রথম গ্রুপ, ৮টা ১০ মিনিটে দ্বিতীয় গ্রুপ পৌঁছে যায়। দুপুর সাড়ে ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে শেষ গ্রুপ। ওয়ানডে এবং টি২০ মিলিয়ে ৩৬ জনের বহর ইংল্যান্ডের।
শনিবার সকালে মিরপুরের একাডেমি মাঠে প্রথম অনুশীলন করবে ইংলিশ দলটি। মিরপুরে দিবা-রাত্রির ৫০ ওভারের ম্যাচ খেলছেন তামিম-মুশফিকরা।
ইংলিশদের এবারের বাংলাদেশ সফর দুটি কারণে গুরুত্বপূর্ণ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অংশ। যদিও বাংলাদেশের মতো তারাও অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করে ফেলেছে। এরপরও টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে বাংলাদেশের বিপক্ষে জয়ের মিশন নিয়েই খেলবে তারা।
১ মার্চ শুরু হবে দুই দলের প্রথম ওয়ানডে। মিরপুরে দিবারাত্রির ম্যাচটি শুরু হবে দুপুর ১২টায়। একই মাঠে ৩ মার্চ হবে দ্বিতীয় ওয়ানডে। এরপর তৃতীয় ওয়ানডে হবে ৬ মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সেখানেই ৯ মার্চ অনুষ্ঠিত হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। এরপর ১২ ও ১৪ মার্চ ঢাকায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের বাকি দুটি ম্যাচ।
এফএস/দীপ্ত