হাড়কাঁপানো হিমেল হাওয়ায় বেড়েছে শীতের দাপট। রাজশাহী জেলায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস।
মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোর ৬টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
রাজশাহী আবহাওয়া অফিস পর্যবেক্ষক লতিফা হেলেন বলেন, আজ সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। বাতাসে আর্দ্রতার পরিমাণ ১০০ শতাংশ থাকায় অনুভূত তাপমাত্রা আরও কম।
তিনি আরও বলেন, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে দাঁড়ায় মাত্র ৬০০ মিটার। সকালজুড়ে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করলেও কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
এদিকে, তীব্র শীত ও কুয়াশার কারণে জেলার নিম্ন আয়ের মানুষ, দিনমজুর ও বয়স্কদের দুর্ভোগ বেড়েছে। একই সঙ্গে কুয়াশার প্রভাবে সড়ক ও নৌপথে যান চলাচল কিছুটা বিঘ্ন ঘটছে।
রাজশাহী উপশহর এলাকার রিকশাচালক আব্দুল করিম বলেন, ভোর থেকে রাস্তায় নামতে খুব কষ্ট হচ্ছে। হাত–পা অবশ হয়ে যায়। যাত্রীও কম, আয় প্রায় নেই বললেই চলে।
রাজশাহী মহানগরীর কোর্টবাজার এলাকার দিনমজুর রফিকুল ইসলাম বলেন, শীতের জন্য কাজে যেতে পারছি না। সকালে ঘর থেকে বের হওয়া দায়। কাজ না থাকলে সংসার চালানোই কঠিন হয়ে পড়ে।
এসএ